এক নজরে

অবশেষে দিল্লির পাশে বাইডেনের আমেরিকা

By admin

April 27, 2021

মৈনাক শর্মাদিল্লীর তরফে আগের করা সাহায্যর কৃতজ্ঞতার পরিবর্তে  করোনা মোকাবিলা করতে ভ্যাকসিনের কাঁচা মাল ভারতে পাঠিয়ে অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিন আমেরিকা। সম্প্রতি দুই দেশের সুরক্ষা বিভাগের পরামর্শদাতা অজিত দোভাল ও মার্কিন তরফে জ্যাক সুলিভান এর মধ্য আলোচনার মাধ্যমে দিল্লির পাশে দাঁড়াবার কথা জানায় ওয়াশিংটন। তবে পূর্বে করোনা মোকাবিলা করতে দিল্লির আমেরিকার প্রতি সাহায্যের  কৃতজ্ঞতার জন্যই এই পদক্ষেপ নেওয়া, টুইটারে সেই বার্তা দেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।

কেবলই ভ্যাকসিনের কাঁচা মালই নয়, দিল্লির করোনা মোকাবিলা করতে  সঙ্গে থাকছে অক্সিজেনের ট্যাংক, পিপিই কিট ও প্রয়োজনীয় ওষুধ।  শুধু তাই নয়, মার্কিন সেন্টার ফর ডিসিস কন্ট্রোল ও ইউ এস এইড এর সঙ্গে  ভারতীয় কোম্পানি বায়োই র যৌথভাবে ভারতে তৈরি  হবে জনসন এন্ড জনসনের ১ বিলিয়ন ভ্যাকসিন ডোজ। যা কেবলই ভারতে নয়, ওই ডোজ দেওয়া হবে অন্য দেশ গুলিকেও।

তবে ভারতকে সাহায্যের নেপথ্যে রয়েছে অন্য কারণ। করোনা ভ্যাকসিনে জো বাইডেন আমেরিকার ফার্স্ট নীতির সমালোচনা হয় সর্বত্রে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মুখর হয় ভারত ও দুনিয়ার নেটিজেনরা। যার ফলে ভারতে বাড়ছিল মার্কিন বিরোধী মনোভাব। সম্ভবত তারই চাপে পড়েই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

আবার অন্য দিকে আমেরিকায় চলা ফাইজার ও Moderna ভ্যাকসিন তৈরিতে দরকার ভ্যাভ লিপিডস। যা প্রধানত আসে মুম্বাই থেকে। ফলে আপাতত দিল্লির পাশে না থাকলে ভবিষ্যতে একই মুশকিলে পড়ত বাইডেন প্রশাসন।

তবে নেপথ্য কাহিনী যাই হোক না কেনো, অবশেষে দেরিতে হলেও ভারতের কুটনৈতিক জয়ের মাধ্যমে দিল্লির পাশে ওয়াশিংটন।