ভালো-বাসা

ফেংশুই সম্পর্কে কয়েকটি কথা

By admin

September 18, 2020

সম্বিৎ চ্যাটার্জি

আজ ফেংশুই সম্পর্কে আমরা কয়েকটি কথা জানবো। প্রায় ৫০০০ বছরের পুরনো এই বিজ্ঞান পরিবেশের সাথে আমাদের জীবনযাপনের সম্পর্ক নিয়ে বিভিন্ন নীতি ও নিয়ম আমাদের জানায় ।আক্ষরিক অর্থে ফেংশুই কথাটির মানে ‘বাতাস ও জল’ । আমাদের চারপাশের পরিবেশের বিভিন্ন উপাদান আমাদের জীবনযাপনকে বিভিন্নভাবে প্রভাবিত করে ।

ফেংশুই মতে পরিবেশের ৫ টি জরুরি উপাদান হল :কাঠআগুনধাতুভূমিজল .এই উপাদানগুলি আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে:কাঠ : সৃজনশীলতা ও উন্নতিআগুন : নেতৃত্ব ও দৃঢ়তাধাতু : কোনো কিছুর প্রতি ফোকাস এবং সুষ্ঠু শৃঙ্খলাবদ্ধ কর্মপ্রক্রিয়াভূমি : শক্তি এবং স্থায়ীত্বজল : আবেগ এবং অনুপ্রেরণা

ভারসাম্যযুক্ত (Balanced) অবস্থায় থাকলে এগুলি জীবনের বিভিন্ন দিককে ইতিবাচক শক্তির দ্বারা পরিচালিত ও প্রভাবিত করে । অন্যথায়, ওইসব ক্ষেত্রে দেখা দিতে পারে নানারকম বিশৃঙ্খলা ও সমস্যা । ফেংশুই মতানুযায়ী মূলতঃ ২ টি শক্তিকে ( energy) ভারসাম্যযুক্ত করা হয়।এগুলি হল – ইন (YIN)এবং ইয়াং (YANG) । পর্যাপ্ত ভারসাম্যে থাকলে ইতিবাচক ফেংশুই জীবনে কাঙ্খিত প্রভাব আনে।এজন্য কিছু মূল নিয়ম আমাদের মেনে চলা উচিত :১. ঘরবাড়ি আবর্জনামুক্ত রাখা উচিত২. ৫ টি মূল উপাদানকে ভারসাম্যে রাখা৩. মূল প্রবেশপথকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখাঅর্থ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই ফেংশুই নীতিগুলি প্রয়োগের মাধ্যমে আমরা জীবনকে করে তুলতে পারি আরো সুন্দর ও সহজ । পরে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছে রইল ।

SAMBIT CHATTERJEEWellness Advisor and Founder Vaastu ConsultantSOLVEVAASTU.COMCONTACT/WHATSAPP : 9831225933MAIL : info@solvevaastu.com/vastusambit1@gmail.com