এক নজরে

#StockMarket : ফেড ব্যাংকের ইতিবাচক ইঙ্গিত বুলদের দখলের Share Market

By admin

July 28, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

মার্কিন ফেডারেল ব্যাংকের নীতি নির্ধারণ বৈঠকের ইতিবাচক সারসংক্ষেপ আসার পরেই আজ গ্যাপ আপ দিয়ে দিনের শুরু করে নিফটি ও সেনসেক্স। নিফটি ২৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬৯২৯ , একলাফে ১০৪১ পয়েন্ট বেড়ে বর্তমানে ৫৬৮৫৭ র ঘরে চলে যায় বি এস ই সেনসেক্স।

একদিকে ডলার র তুলনায় রুপির দাম কমে আশা তার সাথে কম হয় প্রাসঙ্গিক মুদ্রা র মান যেমন ইউরো ইত্যাদি , তার সাথে পাল্লা দিয়ে নতুন ডলার না ছাপার সিদ্ধান্ত কারণ এর ফলে বাড়তে পারে মার্কিন মন্দ। ফলে এক দিকে যেমন বিশ্বের সামনে চাপের মুখে ছিল তেমনি বাড়তে থাকা দ্রব্যের দাম ও প্রচুর মাপে মার্কিন নাগরিকের চাকরি হারানো ফলে অভ্যান্তরিন চাপে সর্ব শেষে ভারসাম্য গত নীতির গ্রহণ করে মার্কিন ফেডারেল ব্যাঙ্ক।

গতকাল রাতে ২.৩০ মিনিটে আশা মার্কিন ফেড ব্যাংকের প্রমুখ জেরোম পোয়াল জানান ৭৫ বেসিস পয়েন্ট র বেশি সুদের হার বাড়ানো সম্ভব নয় তাদের (১০০ বেসিস পয়েন্ট = ১ শতাংশ )। এর সাথেই তিনি জানান উচ্চ হার ইতিমধ্যে মার্কিন অর্থনীতিতে প্রভাব ফেলছে। বিশেষ করে হাউজিং মার্কেটে স্পষ্ট, যেখানে বিক্রি কমে গেছে ।

মার্কিন ফেডারেল ব্যাংকের এই সিদ্ধান্তের পরেই পরোপুরি বুলদের দখলে শেয়ার বাজার। বিশ্ব বাজার যেমন দি এ এক্স সূচক বাড়ে ১৪.১৩ পয়েন্ট বা ১৩১৮০ , Euro Stoxx ৮.১২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩.৬২৩। তাই আজ ১৩০ পয়েন্ট গ্যাপ আপ ১৬৭৭৫ এর ঘর থেকেই যাত্রা শুরু করে নিফটি। পরে সামান্য কিছু নিচে নামার পর সূচকটি ১৬ ,৯০০ দিকে সমাবেশ বাড়িয়েছে, ২৫ এবং ২৬ জুলাইয়ের লোকসান পুনরুদ্ধার করে এবং ২২ জুলাই এর আগের শীর্ষকেও ছাড়িয়ে গেছে। আগামী সেশনে যদি সূচকটি দিনের সর্বনিম্ন ১৬ ,৭৪৬ এবং সেইসাথে বুলিশ গ্যাপ জোন এলাকা ১৬,৬৪২ -১৬ ,৭৭৫ ধরে রাখে তবে এটি তার ২০০ -দিনের চলমান গড় (১৭ ,০৩০ ) এর দিকে যেতে পারে। আজ অপশনের শেষের দিনে বুলিশ গ্যাপ আপ এলাকা অর্থাৎ ১৬৭৪৬ ও ১৬৬৫৩ সমর্থনে পরিণত হয়েছে নিফটির।

এক ধাক্কায় নিচে আসে অস্থিরতা। প্রায় ৬.১৬ শতাংশ এক ধাপে কমে ১৭.০১ এ নেমে আসে ইন্ডিয়া ভিক্স। তারই সাথে সূচকটি বিভিন্ন সেক্টরে কেনাকাটায় লাভ করেছে, আইটি চার্জ ২ .৮ শতাংশ বৃদ্ধির সাথে এবং আর্থিক পরিষেবাগুলি ২ .৪ শতাংশ লাভের সাথে এগিয়ে রয়েছে। নিফটি মেটাল সূচক ১ .৭ শতাংশ বেড়েছে।

নিফটির মতনই একই ধারায় বাড়ে নিফটি ব্যাঙ্কিং সূচক। দিনের শুরুতেই একই ভাবে ৩৭১০২ র গ্যাপ আপ দিয়ে শুরু হয় নিফটি ব্যাঙ্ক। পরে সমাবেশ দিনের সর্বোচ্চ ৩৭ ,৪১৪ ছুঁয়ে বন্ধ হয় ৩৭৩৭৮ র ঘরে।

কয়েক মাসের বিনিয়োগের ক্ষত্রে পজেটিভ সেট আপ আছে ICICI ব্যাঙ্ক লক্ষ হবে ৮৩০। ইতিবাচক এশিয়ান পেইন্ট লক্ষ হবে ৩২৭৭। ওয়াচ লিস্টে রাখতে হবে মেরিকা লক্ষ হবে ৫৪০।