এক নজরে

#StockMarket : Share Market -এ চিন্তা কারন ফেড নীতি

By admin

September 20, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

শুরু হয়েছে মার্কিন ফেডারেল ব্যাংকার বৈঠক , তবে তার আগেই নিজের শক্তি প্রদর্শন দিলো নিফটি। শুরুতেই ১৪০ পয়েন্টের গ্যাপ আপ দিয়ে শুরু করে সূচক পরে ১৯৪ অঙ্কের ইতিবাচক সরাতেই বন্ধ হয় নিফটি। গত সপ্তাহের শেষ দিয়েই আজ সেই এলাকাতেই ১৭৮১৬ তেই বন্ধ হয় সূচক। একই সাথে ৫৭৮ পয়েন্ট র ইতিবাচক বন্ধ হয় সেক্সসেক্স। ৫৯৭১৯ র ঘরে শেষ করে বি এস ইর সেনসেক্স।

আজ প্রথম থেকেই ইতিবাচক ছিলো এফ আই আই , এক দিনে প্রায় বিনিয়োগ হয় ৩১২ কোটির। অন্যদিকে ৯৪.৭ কোটির সেল করে দি আই আই। তবে র‌্যালিটি সেক্টর জুড়ে ছিল, নিফটি ফার্মা ৩ শতাংশ বৃদ্ধির সাথে সাথে অটো, ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা এবং ধাতব সূচকগুলির মধ্যে সবচেয়ে বড় লাভকারী হিসাবে আবির্ভূত হয়েছে। বুল রানের দৌড়ে আজ সামিল হয় নিফটি মিড্ ক্যাপ ও স্মল ক্যাপ যথাক্রমে বাড়ে ১.৪ ও ১.১ শতাংশ। সামান্য সস্থির নিঃস্বাস ফেলে ইন্ডিয়া ভিক্স , বর্তমানে অস্থিরতা কমে দাঁড়ায় ১৮.৮০। যদি অস্থিরতা ১৮ -এর নিচে নেমে যায় এবং টিকে থাকে, তাহলে আসন্ন সেশনে ষাঁড়ের হাত উপরে থাকতে পারে।

কালকের ক্ষত্রে ফেডের বৈঠক প্রভাব থাকতে পারে বাজারে , যদি ৭৫ বেসিস পয়েন্টের বেশি বাড়ে সুদের হার সেক্ষত্রে ইতিবাচক থাকবে নিফটি ফিফটি । আবার ১০০ বেসিস পয়েন্ট হার বাড়লে হতে পারে নেতিবাচক সেক্ষত্রে নিফটি তার সমর্থন এলাকা ১৭৭৯১ র নিচে আসে তবে ১৫ মিনিটের পরবর্তী লাল ক্যান্ডেল কে দেখেই পুট বাই করে ১৭৫০০ বা ১৭৪০০ র লক্ষের দিকে অপেক্ষা করা যেতে ওপরে স্টপ লস হবে ১৭৮০০ কাছেই। আবার যদি ১৭ ,৭০০ কে ধরে রাখে তবে ওপরের দিকে কল বাই করে লক্ষ হবে ১৭৮৪৬ তার পর ১৭৯১৮ র দিকে। অপসন তথ্য মোতে নিফটি থাকতে পারে ১৭৫০০ থেকে ১৭৮০০ মধ্যেই।

আজ নিফটির তুলনায় দুর্বল ছিল ব্যাঙ্ক নিফটি। গ্যাপ ৪০০ পয়েন্ট গ্যাপ আপ দিয়ে শুরু করলেও নিজের ধারার বিপরীতে সারা দিন ছিল পার্শবর্তী । এর পরেই ৫৬৪ পয়েন্ট উপরেই ৪১ ,৪৬৮ বন্ধ হয় ব্যাঙ্কিং সূচক।