এক নজরে

কৃষি বিলের প্রতিবাদে আজ পথে ৩২ কৃষক সংগঠন

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো: পাঞ্জাবে রেল রোকো। কলকাতায় মিছিল, ধরনা, অবস্থান বিক্ষোভ। কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় আজ দেশ জুড়ে এমনই নানা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৩২ কৃষক সংগঠনের পক্ষ থেকে।

পাঞ্জাবে কৃষকদের রেল রোকো কর্মসূচির কারণে বেশ কয়েকটি ট্রেনের রুট বদল করা হয়েছে। পাঞ্জাব এবং হরিয়ানায় গত কয়েকদিন ধরেই চলছে ওই বিলের বিরুদ্ধে আন্দোলন।

কলকাতাতেও আজ গান্ধী মূর্তির সামনে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে। তৃণমূলের মহিলা মোর্চা, ছাত্র সংগঠন এবং কৃষক সংগঠনের তরফেও গত কয়েকদিন ধরেই চলছে প্রতিবাদ আন্দোলন।

আজ কলকাতার শ্যামবাজার ও ধর্মতলায় ওই বিলের প্রতিবাদে মিছিল করবে বামেরাও।