এক নজরে

৫০ টাকা বেশি সহায়ক মূল্য দিয়ে চাষীদের মন জয়ের পথে রাজ্য সরকার

By admin

October 31, 2020

কলকাতা ব্যুরো : চাষীদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। ২ নভেম্বর থেকে এই রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্লগগুলিতে এই কাজ শুরু করছে খাদ্য দপ্তর। ইতিমধ্যেই ধান বিক্রির জন্য ১৪ লক্ষ মানুষ আবেদন জানিয়েছেন অনলাইনে। খাদ্য দপ্তরের ওয়েবসাইটে এই আবেদন গ্রহণ করা হচ্ছে। এছাড়াও অন্নদাত্রী অ্যাপের মাধ্যমে আবেদন জানানো যাবে ধান কেনার। যে সমস্ত কৃষক, ” কৃষক বন্ধু ” প্রকল্পের আওতায় আছেন তারা তাদের পরিচয় পত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিয়ে ধান বিক্রয় কেন্দ্রে আসতে পারবেন।

ব্যাংক অ্যাকাউন্টে সরকার সরাসরি টাকা পাঠাবে। তবে মোবাইল নম্বর ও ব্যাংক বদলের সুযোগ থাকছে। ধান বিক্রির ক্ষেত্রে উৎসাহ বাড়বে বলে মনে করছেন খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। ২০১৭ সালে সরকারি বিক্রয় কেন্দ্রে কৃষকের সংখ্যা ছিল ৫ লাখ। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১২ লাখ। এই বছরে প্রায় ১৪ লাখ আবেদন জমা দিয়েছেন বলে খাদ্য দপ্তর সূত্র জানাচ্ছে। এবছর খরি ফ মরশুমে ফলন ভালো হবে বলে আশাবাদী রাজ্য সরকার। ফলে কৃষকের সংখ্যাও বাড়তে পারে। এই মরশুমে ধানের সহায়ক মূল্য রাজ্য সরকার বাড়িয়েছে। চাষিরা এখন কুইন্টাল প্রতি ১৮৬৮ টাকা পাবেন। আগে তারা ১৮১৮ টাকা পেতেন।

এছাড়া নিয়ম অনুযায়ী পিসিতে ধান বিক্রি করলে আরও কুড়ি টাকা বোনাস হিসেবে দেওয়া হবে। এছাড়া এ গ্রেড ধান বিক্রি করা হবে কুইন্টাল প্রতি ১৮৮৮ টাকায়। রাজ্য সরকারের লক্ষ্য আগামী মরশুমে ৫২ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা। এই মরশুমে অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার ৪৮.০৫ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। বিধানসভা ভোটের আগে কৃষকদের জন্য এই সুবিধা রাজনৈতিকভাবে দলকে এগিয়ে রাখবে বলে মনে করছে সরকারের একাংশ।