কলকাতা ব্যুরো: কৃষি বিল বিরোধী আন্দোলনের নামে ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টর জ্বালিয়ে নজর তৈরীর চেষ্টা করেছিলেন কয়েকজন। সোমবার সকালে দ্রুত পুলিশের কাছে সেই ট্রাক্টর জ্বালানোর খবর পৌঁছে যায়। ফলে ওই আন্দোলন ভেস্তে যায়।
পুলিশ গিয়ে ট্রাক্টর টিকে সরিয়ে নেয়। এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে এফ আই আর করেছে পুলিশ। পনেরো -কুড়ি জন দিল্লির ইন্ডিয়া গেটের সামনে জড়ো হওয়ার পর তারা ট্রাক্টরটি আগুন ধরিয়ে দেওয়ার প্রস্তুতি নেন। ঠিক সেই সময় পুলিশ এসে তাদের তাড়িয়ে ট্রাক্টর বাজেয়াপ্ত করে।