এক নজরে

কৃষকদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন মমতা: রাজ্যপাল

By admin

September 28, 2020

কলকাতা ব্যুরো: আইন শৃঙ্খলা প্রশ্নে রাজ্য সরকারের দৈনন্দিন কাজে রাজভবন হস্তক্ষেপ করছে বলে দিন দুয়েক আগেই রাজ্যপাল জগদীপ ধনকরকে নয় পাতার একটি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রত্যাঘাত করলেন রাজ্যপাল। রাজ্যে কৃষি ও কৃষকদের দুরবস্থা নিয়ে সরাসরি রাজ্যকে দুষলেন তিনি। টেনে আনলেন সিঙ্গুর ও নন্দীগ্রামের প্রসঙ্গ।রাজ্যপাল লেখেন, রাজ্যে কৃষকদের সমস্যাগুলি মেটানো হয়নি। তাদেরকে ব্যবহার করেছেন সিঁড়ি হিসেবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর বক্তব্য, আপনি শেষে কবে সিঙ্গুর, নন্দীগ্রামে গিয়েছেন আমার জানা নেই। তবে আমি ওই দুই জায়গায় যাওয়ার পরিকল্পনা করছি।কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় যখন সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস,তখন সেই কৃষকদের ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে সিঙ্গুর এবং নন্দীগ্রাম ইস্যুকে সামনে নিয়ে এসে কৃষকদের সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে রাজ্যপাল যা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।নিশ্চিতভাবেই এরপর রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাত আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।