২১ এর ধর্মযুদ্ধ

অশান্তির আবহেও ভোট পরছে ঢালাও

By admin

April 01, 2021

কলকাতা ব্যুরো: রক্তপাত হীন নির্বাচন হলেও দ্বিতীয় দফায় অশান্তি জারি থাকলো। তবে এদিন গোটা ভোটে নজর নন্দীগ্রামে থাকলেও গোলমাল থেকে ছাড় পেলো না অন্য এলাকাও। তবে খড়গপুর, সবং, ডেবরা, পিংলা, কেশপুরের মতো উত্তজনাপ্রবন এলাকায় খবর পেয়েই পৌঁছেছে বাহিনী। ফলে বড় গোলমাল ঠেকানো গিয়েছে।

কিন্তু বিক্ষিপ্তভাবে চারিদিকে সকাল থেকে যে ধরনের অশান্তি এবং অরাজকতার খবর কানে আসছে তার থেকে একটা কথা তো পরিষ্কারভাবে বলাই যায় যে দ্বিতীয় দফার ৩০ টি আসনের ভোটগ্রহণ খুব শান্তি বজায় রাখা যায় নি।

সংবাদ মাধ্যমের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হল। বাঁশের লাঠি নিয়ে চ়ড়াও হলেন দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুই মেদিনীপুরের তিন কেন্দ্রে সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনার খবর সামনে এসেছে। এর মধ্যে কেশপুরে হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। গ্রেফতার করা হয়ছে ৯ জনকে। দুই মেদিনীপুরে ৯টি করে মোট ১৮টি কেন্দ্রে, বাঁকুড়ায় ৮টি এবং দক্ষিণ ২৪ পরগণার ৪টি আসনে ছিল ভোট। এর মধ্যে দুই মেদিনীপুরেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যম। ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে সংবাদমাধ্যমের গাড়ির সামনের কাচ। জখম হয়েছেন সাংবাদিকও। কেন্দ্রীয় বাহিনীর সামনেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রাণের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

দুপুর সাড়ে ৩টে পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৯.৫৩ শতাংশ এবং রাজ্যের ৩০ আসনে মোট ভোট পড়েছে ৭১.০৭ শতাংশ। যদি আলাদা আলাদা করে দেখা যায় তবে বাঁকুড়াতে ভোট পড়েছে ৭৩.৮০ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৭০.২৭ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৭১.৮৯ শতাংশ এবং দক্ষিন ২৪ পরগণায় ভোট পড়েছে ৬৫.৮৩ শতাংশ। দ্বিতীয় দফায় দেশের নজরে নন্দীগ্রাম। নন্দীগ্রাম দখলে দ্বৈরথ চলছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা তথা মমতার প্রাক্তন সহযোগী শুভেন্দু অধিকারীর। তবে পূর্ব মেদিনীপুরের ওই আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টা দু’য়েকের মধ্যে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এ ছাড়া, বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে কেশপুর, ডেবরা, সবং এবং দাসপুরের মতো জায়গাতেও।