কলকাতা ব্যুরো: করোনা আবহে খেলার মাঠের জীবন এখনো পূরোনো ছন্দ পায়নি ঠিকই, তবে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। করোনা যুগে আন্তর্জাতিক টেস্টের শুরবাত হয়ে গেছে, বাকি ছিল এক দিনের ক্রিকেট ও টি20-র।
বহু জল্পনা শেষে আন্তর্জাতিক এক দিনের ক্রিকেট ও শুরু হয়ে গেল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে সাউদাম্পটনে। বিশ্বের এক নম্বর দলের কাছে আয়ারল্যান্ড নিতান্তই শিশু তবু লড়াই করতে কিসের অসুবিধা।
ইংল্যান্ড আয়ারল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠায়, ডেভিড উইলির গতির সামনে প্রায় কুপোকাত আয়ারল্যান্ড, আকার্টিস ক্যামফার (৫৯*) ও অ্যান্ডি ম্যাকব্রায়েন (৪০) -এর সুবাদে ৪৪.৪ ওভারে ১৭২ রানে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়।
ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৭.৫ ওভারে জয়ের রান সংগ্রহ করে ফেলে। ইংল্যান্ড ৬ উইকেটে আয়ারল্যান্ডকে পরাজিত করে।
ডেভিড উইলি ৩০ রানে ৫ উইকেট তুলে ম্যাচের সেরা হয়।