এক নজরে

পায়ে ঢুকে যাওয়া বেড়ি কেটে বাঁকুড়ায় সুস্থ ঝাড়খণ্ডের হাতি

By admin

June 10, 2021

কলকাতা ব্যুরো: গত মাস দুয়েক ধরে পায়ে লোহার বেড়ি গাঁথা অবস্থায় এদিক-ওদিক ঘুরতে থাকা একটি হাতিকে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ করল রাজ্য বনদপ্তর। চিকিৎসকরা বেশ কয়েক দিন টানা চিকিৎসার পর বৃহস্পতিবার হাতিটিকে সুস্থ হওয়ার কথা ঘোষণা করেন।

ঝাড়খন্ড থেকে এ রাজ্যে কোন ভাবে চলে আসা হাতিটির পায়ে একটি লোহার শিকল ছিল। ফলে পায়ের শিকলের একটি মাথা গেঁথে থাকায় স্বাভাবিক ভাবেই যন্ত্রনা ছিল। হাতিটি ওই অবস্থাতেই বাঁকুড়ার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। দীর্ঘদিন ধরেই হাতিটিকে নজর করা হলেও চেষ্টা করেও তার পায়ের থেকে শিকল খোলার সুযোগ পান নি গ্রামের লোকজন। তারাই খবর দেন বনদপ্তরকে।

বনদপ্তর নজর করতে করতে কয়দিন আগে হাতিটিকে ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে। তারপরে তার পায়ের থেকে গেঁথে থাকা ওই শিকলটি কেটে বের করেন চিকিৎসকরা। পায়ে বিশাল যে ক্ষত সৃষ্টি হয়েছিল তা দীর্ঘ চিকিৎসার পর অনেকটাই ভালো হয়ে যায়। ফলে এদিন চিকিৎসকরা তাকে সুস্থ বলে ঘোষণা করেন।

বাঁকুড়া-পুরুলিয়ায় দলমা থেকে নেমে আসা হাতিদের নিয়ে যথেষ্টই চিন্তা প্রশাসনের। কিছু হাতি বছরের একটা নির্দিষ্ট সময়ে ফিরে যায় পাহাড়ে। কিন্তু বেশ কিছু হাতি এরাজ্যে থাকতে থাকতে এখানকার গ্রামেগঞ্জে ঘুরতে থাকে। ফলে এদের নিয়েই চিন্তা বাড়ে প্রশাসনের। এবছরের নির্বাচনের আগে হাতির আক্রমণে মৃত্যুতে ক্ষতিপূরণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। যদিও সম্প্রতি রাজ্য সরকার হাতির আক্রমণে মৃত্যুতে ক্ষতিপূরণ ঘোষণা করার পাশাপাশি একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে।