এক নজরে

হাতির দেহ ক্যান্টনমেন্ট ক্যাম্পাসে

By admin

August 17, 2020

কলকাতা ব্যুরো: ডুয়ার্সে আবার হাতি মৃত্যু। সোমবার সকালে পূর্ণবয়স্ক একটি হাতির দেহ পাওয়া গিয়েছে। দেহটি পড়েছিল জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়িতে সেনাছাউনির ভিতরে। হাতিটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে হাতির পেটে গভীর ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গিয়েছে।

রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা জানালেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অন্য কোন হাতির সঙ্গে লড়াইয়ে জখম হয়ে এই হাতিটির মৃত্যু হয়েছে। চোরাশিকারের সম্ভাবনা নেই। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

বিন্নাগুড়ির এই আর্মি ক্যান্টনমেন্ট ক্যাম্পাসে হাতি প্রায়ই হানা দেয়। আসলে হাতি চলাচলের করিডর নষ্ট করেই একসময় এই ক্যান্টনমেন্টটি তৈরি হয়েছিল। তাতে হাতির যাতায়াত পুরোপুরি বন্ধ হয়নি। তবে ক্যান্টনমেন্ট এলাকায় আগে কোন হাতি মারা গিয়েছে বলে কোন রেকর্ডের কথা জানা নেই।