এক নজরে

#MedicalCouncilElection : রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ

By admin

June 29, 2022

কলকাতা ব্যুরো: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ বলে জানালো কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি তাঁর নির্দেশে আজ বলেন, নতুন ভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন করতে হবে। এর জন্য তৈরি করতে হবে অ্যাডহক কমিটি। ১ আগস্ট থেকে অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করবে। নতুন ভাবে নির্বাচন সংঘটিত করার জন্যই এই কমিটি গঠন করতে হবে।

বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হবে। নভেম্বরে নতুন ভাবে দায়িত্ব নেবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নতুন কমিটি। তবে নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি শুধুমাত্র আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে আদালত। চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এই অ্যাডহক কমিটি।
মামলাকারী কুণাল সাহার বক্তব্য ছিল, নির্দিষ্ট আইন অনুযায়ী মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করা হয়নি। যদিও মেডিক্যাল কাউন্সিলের তরফে এই বক্তব্যের বিরোধিতা করে বলা হয়, মামলাকারী কুণাল সাহা একজন প্রবাসী ভারতীয়। তিনি এই ভাবে মামলা করতে পারেন না। ভারতীয় সংবিধান অনুযায়ী তিনি একজন বিদেশি। সর্বোপরি এটা একটা জনস্বার্থ মামলা।
কিন্তু বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানান, এর আগে ২০১৮ সালেও কুণাল সাহার বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল কাউন্সিল। ২০১৮ সালের জুলাই মাসে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন হয়। ২০১৮ সালের মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে প্রভূত গলদের অভিযোগে এর আগেও একাধিক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে কর্মরত ডাক্তারদের প্রার্থী না করে সাধারণ মেডিক্যাল প্র্যাকটিশনারদের প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি ভোটারদের বাড়িতে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়।