%%sitename%%

এক নজরে

Election Commission: ভোট-পরবর্তী হিংসা ও বিজয় উৎসব রুখতে হবে

By admin

October 03, 2021

কলকাতা ব্যুরো: তিন কেন্দ্রে ভোটের ফল ঘোষণার হিংসা রুখতে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিল নির্বাচন কমিশন। সেইসঙ্গে ভবানীপুরের উপ-নির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট গণনার সময় বা পরে কোনওরকম বিজয় উৎসব যাতে না করা হয়, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার ভোটগণনার শুরু থেকেই ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে লিড বাড়াচ্ছে তৃণমূল। ভবানীপুরে তো বিধানসভা নির্বাচনের থেকেও বড় ব্যবধানে জয় কার্যত নিশ্চিত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যত সময় যাচ্ছে, লিড তত বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তার ফলে কালীঘাটে মমতার বাড়ির সামনে, জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূলকর্মীরা। অধিকাংশ ক্ষেত্রেই ন্যূনতম করোনাভাইরাস বিধি চোখে পড়েনি। অধিকাংশের মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব বিধি তো দূরস্ত। জঙ্গিপুর এবং সামশেরগঞ্জেও সেই প্রবণতা ধরা পড়েছে।

সেই পরিস্থিতিতে যাতে কোনওরকম বিজয় উৎসব না করা হয়, তা নিশ্চিত করতে নবান্নকে চিঠি দিয়েছে কমিশন। সেইসঙ্গে তিন কেন্দ্রের ভোটের ফল ঘোষণার পর যাতে কোনওরকম হিংসা ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য সবরকমের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে কমিশন।