এক নজরে

#Maharashtra Trust Vote: মহারাষ্ট্রের আস্থা ভোটে জয় মুখ্যমন্ত্রী একনাথের

By admin

July 04, 2022

কলকাতা ব্যুরো: আস্থা ভোটে জয় মহারাষ্ট্রের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। ১৬৪ টি ভোট পড়েছে তাঁর পক্ষে। ফলে আস্থা ভোটে হেরে পতন হল মহা বিকাশ আঘাড়ির জোট সরকারের। গত সপ্তাহে বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনা থেকে বহিষ্কৃত একনাথ। উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবীস

রবিবার বিজেপির রাহুল নারওয়েকরকে অধ্যক্ষ নির্বাচিত করা হয়। যেখানে বিরোধী পক্ষে ১০৭ ভোট পড়েছিল কিন্তু, এ দিন আস্থা ভোটে বিরোধী পক্ষে মাত্র ৯৯ জন বিধায়ক অংশ নিয়েছেন। জানা গিয়েছে, ৫ কংগ্রেস বিধায়ক ভোটদান থেকে বিরত থেকেছেন। যাঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহ্বান ভোটদানের পর বিধানসভায় এসে পৌঁছন। অনুপস্থিত ছিলেন এনসিপি-র বিধায়ক সংগ্রাম জগপত।

অন্যদিকে, সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজম ও রইস শেখ এবং এআইএমআইএম বিধায়ক ফারুখ আনওয়ার ভোটদানে বিরত থাকেন। তবে ভোটাভুটি শুরু হওয়ার শেষ মুহূর্তে ঠাকরে শিবিরের বিধায়ক সন্তোষ বাঙ্গার একনাথ শিন্ডেকে সমর্থন জানান৷

এদিন হেড কাউন্টের মাধ্যমে আস্থা ভোট হয়। ভোটাভুটিতে শুরুতেই মহা বিকাশ আঘাড়ি জোটকে পিছনে ফেলে দেয় শিন্ডে শিবির। গণনা শেষে দেখা যায় তাঁর পক্ষে ১৬৪ ভোট পড়েছে। আর জোটের পক্ষে মাত্র ৯৯ জন বিধায়ক ভোট দিয়েছেন। প্রসঙ্গত, গত ৩০ জুন মহারাষ্ট্র রাজভবনে বিজেপির সঙ্গে জোট করে শিন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। যেখানে উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মহারাষ্ট্র বিজেপির সভাপতি দেবেন্দ্র ফড়ণবীস।

এই মুহূর্তে একনাথ শিন্ডের পক্ষে শিবসেনার ৪০ জন বিধায়ক রয়েছেন। বাকি ১১ জন নির্দল এবং বিজেপির ১০৬ জন বিধায়কের সমর্থনে এই সরকার গড়লেন একনাথ শিন্ডে। তবে, ১০৬ জন বিজেপি বিধায়কের সমর্থনে শিন্ডের সিংহাসন ফুলের হবে না কাঁটার, তা সময়ই বলবে।