২১ এর ধর্মযুদ্ধ

বারাবনীর বিজেপির গোঁজ

By admin

April 13, 2021

কলকাতা ব্যুরো: বারাবনি বিধানসভা কেন্দ্রে অরিজিৎ রায়কে বি, জে, পি প্রার্থী করায় নির্বাচনের মাত্র তেরো দিন আগে দলের গোষ্ঠী দ্বন্ধ প্রকাশ্যে এলো। মঙ্গলবার সালানপুর ব্লকের কিষান মোর্চার পবন নুনিয়া আলমারি চিহ্নে মনোনয়ন দাখিল করে দলের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেন। এক সাংবাদিক সম্মেলনে প্রার্থী নুনিয়া ও তার অবসার্ভার অরিজিৎ অধিকারী অভিযোগ করেন, যে সমস্ত রাজনৈতিক দুষ্কৃতির বিরুদ্ধে এতদিন তারা লড়াই করেছেন, তারাই এখন দলের সর্বেসর্বা।তারা এদের বিলাস বহুল জীবন যাত্রার বিরুদ্ধে নানান প্রশ্ন তোলেন l বি, জে, পি র পশ্চিম বর্ধমান জেলা সহ সভাপতি প্রশান্ত চক্রবর্তী বলেন, তৃণমূল মূলকে সুবিধা করে দিতেই দলের বিশ্বাস ঘাতকদের এই দুরভিসন্ধি l সময় মতো দল এর যোগ্য জবাব দেবে l

এই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র ডান হাত অরিজিৎ রায়কে নিয়ে। বারাবনীতে তাকে প্রার্থী করা নিয়ে প্রবল ক্ষোভ এলাকায় রয়েছে বলে অভিযোগ। নির্দল প্রার্থী হওয়া নুনিয়ার অভিযোগ, বারাবনি তে তাকে প্রার্থী না করতে দলের একটা বড় অংশ রাজ্য নেতৃত্বের কাছে দরবার করেছিল। কিন্তু কোন কাজ হয়নি। অথচ এই ব্যক্তি নিজে যেমন দুর্নীতিতে যুক্ত হয়েছেন, তেমন এলাকায় বিজেপির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে রেখেছেন। তাই বিজেপি দল বা তৃণমূল দল নয়, বারাবনিতে এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন গোঁজ প্রার্থী