কলকাতা ব্যুরো : জাতীয় শিক্ষানীতিতে ৪০ টি আপত্তি জানিয়ে বিশেষজ্ঞ কমিটি চিঠি পেশ করলো রাজ্য সকারের কাছে । এই রিপোর্ট শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যাযের কাছে পেশ করেছে বিশেষজ্ঞ কমিটি। সূত্র মারফৎ জানা যাচ্ছে, রিপোর্ট যাবে মুখ্যমন্ত্রীর কাছেও। একাধিক প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, শিক্ষা যেখানে যৌথ তালিকায় সেখানে কি করে রাজ্যের সঙ্গে আলোচনা না করে শিক্ষানীতি তৈরি করতে পারে কেন্দ্র?
এছাড়া এই রিপোর্ট-এ বলা হয় স্কুল স্তর এবং উচ্চশিক্ষায় বেশ কিছু বদল এনে তবেই এই শিক্ষানীতি প্রয়োগের প্রয়োজন। তাছাড়াও রিপোর্ট বলছে যেখানে প্রচুর চাকরি সেখানে এই নীতি কার্যকর হতে পারে । কিন্তু ভারতের মতো দেখে কি এই নীতির আদৌ কার্যকারিতা আছে ? বাংলা ভাষার অবস্থান কি হবে তাও স্পষ্ট করে বলা নেই শিক্ষানীতিতে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলা ভাষাকে এই নীতিতে অবহেলা করা হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, কলা ও বিজ্ঞানের মিশ্রণ এলে নষ্ট হয়ে যাবে উচ্চশিক্ষা। জানা গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হবে শিক্ষামন্ত্রীর। তারপরই কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের অবস্থান স্পষ্ট করা হবে।