এক নজরে

প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে ফের তলব ইডি’র

By admin

August 10, 2022

কলকাতা ব্যুরো: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি ৷ আগামী সপ্তাহে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে মানিক ভট্টাচার্যকে টেটের যাবতীয় নথিপত্র ও ফাইল-সহ হাজিরা দিতে বলা হয়েছে ৷

গত সোমবার মানিক ভট্টাচার্যকে প্রায় সাড়ে চার ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ এর আগে মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ইডি আধিকারিকরা একাধিক গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হাতে পেয়েছেন ৷

এছাড়াও টেট দুর্নীতি কাণ্ডে মানিক ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে অনুমান করছে কেন্দ্রীয় সংস্থা ৷ সোমবারের আগে মানিক ভট্টাচার্যকে প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানাচ্ছেন, তদন্তে মানিক ভট্টাচার্য আগে সহযোগিতা না করলেও, বর্তমানে তিনি পূর্ণ সহযোগিতা করছেন ৷ ইতিমধ্যেই, তাঁর কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে এবং সেই তথ্যকে কাজে লাগিয়েই টেট দুর্নীতিকাণ্ডের তদন্তকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারেন ইডি আধিকারিকরা ৷ ফলে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে ইডি ৷

সম্প্রতি প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ আদালতের হস্তক্ষেপে মামলার তদন্তভার চলে যায় সিবিআই ও পরবর্তী সময়ে ইডির কাছে ৷ এই নিয়োগ দুর্নীতিতে একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকছে বলে অনুমান করেন সিবিআই গোয়েন্দারা ৷ তার পরেই আদালতে এই মামলায় ইডিকে যুক্ত করতে আবেদন করা হয় ৷ সেই মতোই আদালতের নির্দেশে ইডি মামলার তদন্ত শুরু করেছে ৷