কলকাতা ব্যুরো: ইস্টবেঙ্গল মাঠের বাইরেও শনিবার সারাদিন রাজ্যের বিভিন্ন এলাকায় পালিত হলো ক্লাবের শতবর্ষের অন্তিম অনুষ্ঠান। কোথাও দলের পতাকা তুলে শ্রদ্ধা জানান হলো অতীতের দিকপাল খেলোয়ারদের। কোথাও এই সুযোগে এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেওয়া হলো। কোথাও ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব আবার কোথাও দলের সমর্থকরা পালন করলেন দলের ঘোষিত অনুষ্ঠান। চন্দননগর ওয়ারিয়ার্স একইভাবে সামিল হলো অনাড়ম্বর অনুষ্ঠানে। করোনা ও আম্পান আবহে ময়দানে নয়, নিজেদের এলাকাতেই এমন অনুষ্ঠান করার ডাক দিয়েছিল কর্তৃপক্ষ।
Previous Articleসেনাবাহিনী নিয়ে সিনেমা-সিরিজ?
Next Article মারা গেলেন রাজ্যসভা সাংসদ অমর সিং
Related Posts
Add A Comment