এক নজরে

ইস্টবেঙ্গলের দায়িত্বে এবার শ্রী সিমেন্ট

By admin

September 02, 2020

কলকাতা ব্যুরো: ইস্টবেঙ্গল ক্লাবের স্পনন্সর হিসেবে এবার দায়িত্ব নিল দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি শ্রী সিমেন্ট। এই সংস্থার হেড অফিস কলকাতায়।বেনু গোপাল বাঙ্গুরের এই সংস্থার ৬৪৫ কোটি মার্কিন ডলারের ব্যবসা রয়েছে। তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে, ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ২০১৯ সালে বাঙ্গুরদের ১৯ তম ভারতীয় হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছিল। এই সংস্থা এই প্রথম কোন ফুটবল ক্লাবের দায়িত্ব নিচ্ছে। শুধু সিমেন্ট নয়, বিদ্যুৎ উৎপাদন সংস্থা রয়েছে এই সংস্থার। আর সিমেন্ট প্ল্যান্ট রয়েছে, রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ছত্রিশগড় এবং বিহারে।

৮৯ বছর বয়সী বেনুগোপাল বাঙ্গুর এই সংস্থার চেয়ারম্যান। যদিও বর্তমানে সংস্থাটি চালান তার ছেলে হরিমোহন এবং তার নাতি প্রশান্ত বাঙুর। কলকাতার এক মাড়োয়ারি পরিবারে ১৯৩১ সালে জন্ম হয়েছিল বেনু গোপালের। আর এতদিন কলকাতা থেকে ব্যবসা করার সূত্রেই এবার দেশের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাবের দায়িত্ব নিল তার সিমেন্ট কোম্পানি।