কলকাতা ব্যুরো: করোনা আবহে জৌলুস হারালো ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠান। করোনা ও আম্পান ক্ষতের মধ্যে কোনো জাকজামকপূর্ণ অনুষ্ঠান করবে না ইস্টবেঙ্গল ক্লাব। তবে ১ আগস্ট ক্লাব তাঁবুতে সকাল ১০ টায় পতাকা উত্তোলন করে বর্ষপূর্তি পালন করা হবে।
শতবর্ষ প্রাচীন দলের জন্মদিন পালনে সমর্থদের নিজেদের পাড়ায় বা এলাকায় দলীয় পতাকা উত্তোলন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক কল্যাণ মজুমদার আমন্ত্রণ পত্র দিয়েও বর্তমান পরিস্থিতিতে দলীয় সমর্থকদের মানুষের পাশে থেকে তাঁদের সাহায্য করার পরামর্শ দিয়েছেন।
১ আগস্ট ক্লাবের তাঁবুতে পতাকা উত্তোলনের পরে শতবর্ষের বিশেষ স্মারক পুস্তক প্রকাশিত হবে। তা পরবর্তীক্ষেত্রে কেনার সুযোগ থাকবে। ওই অনুষ্ঠানে মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।