কলকাতা ব্যুরো: আবার আজ ইডি-র দপ্তরে তলব করা হলো রেহা চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় এই নিয়ে দ্বিতীয়বার ইডি ডেকে পাঠালো মূল অভিযুক্তকে। আজ তাঁর সঙ্গেই ইডি সমন পাঠিয়েছে রেহার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বাবা পাটনায় লিখিত অভিযোগ করেন পুলিশের কাছে। সেখানে ছেলের মৃত্যুর জন্য তাঁর বান্ধবী রেহাকে অভিযুক্ত করেন কেকে সিং। সেই মামলার তদন্তে হাত দিয়েছে সিবিআই। পাটনায় সেই অভিযোগেই ছেলের ব্যাংক থেকে ১৫ কোটি টাকা সরিয়ে ফেলার অভিযোগে কাঠগড়ায় তোলা হয় রেহা ও তাঁর পরিবারকে।
সেই আর্থিক দুর্নীতির অভিযোগেরই তদন্ত শুরু করেছে ইডি। এই মামলায় আজ সমন পাঠানো হয়েছে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পাটুনিকেও। এই মামলায় গত শনিবার দ্বিতীয়বার তলব করা হয়েছিল রেহার ভাই সৌভিককে। দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত প্রায় ১৮ ঘন্টা জেরা করা হয় তাঁকে। সুশান্ত কিছুদিন আগে সৌভিকের সঙ্গে ব্যাবসা শুরু করেন। পরে সেখান থেকেই ফিক্সড টাকা মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।