এক নজরে

শিক্ষা ও কাজের দাবিতে হলুদ ছাতা নিয়ে আন্দোলনে ডিওয়াইএফআই

By admin

September 11, 2020

কলকাতা ব্যুরো : প্রত্যেক বছরই ১৫ সেপ্টেম্বর শিক্ষা ও কাজের দাবিতে আন্দোলন করে সিপিএমের ছাত্র-যুব সংগঠন। কিন্তু এখন করোনার কথা মাথায় রেখে রাজ্য কমিটি থেকে কোনও কেন্দ্রীয় কর্মসূচি করা হচ্ছে না। তার বদলে জেলা কমিটির তরফে কর্মসূচি করা হবে।

এই কর্মসূচিতে হলুদ ছাতা ব্যবহারের কথা ভাবা হয়েছে। হঠাৎ হলুদ কেন লালের বদলে? ডিওয়াইএফআইয়ের বক্তব্য, এবছর হলুদ কার্ড দেখবে তৃণমূল। এর পরের বছর লাল কার্ড দেখে রাজ্য ছাড়বে।