এক নজরে

ভিআইপি থেকে আম আদমির সঙ্গে এবার দুর্গার মোলাকাত ভার্চুয়ালেই

By admin

October 17, 2020

কলকাতা ব্যুরো: করোনা এবং লকডাউনের জেরে ভার্চুয়াল মাধ্যমের ব্যবহারের এবার বৃহত্তর কর্মকাণ্ড হতে চলেছে দুর্গাপূজার উৎসবে। কলকাতা থেকে জেলার বেশিরভাগ পুজোয় এবার কোন ও না কোন ওভাবে ভিড় নিয়ন্ত্রণে অথচ দর্শকদের সঙ্গে একাত্ম হতে ভরসা হচ্ছে ভার্চুয়াল মাধ্যম। ঠাকুর ও মন্ডপ দেখানোর জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাব তাদের মন্ডপে বাইরের দর্শকদের ঢোকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের পুজোর থেকে দর্শকরা যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই, তারা কেউ রাস্তার উপরেই বসাচ্ছেন জায়ান্ট স্ক্রিন, কেউবা ফেসবুক অথবা টুইটারে, এমনকি ইউটিউবে তাদের প্রতিমা, প্যান্ডেল দর্শকদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। হলে অন্যান্যবারের মতো পুজোর আগে ভিআইপি পাশের কোন আলোচনা নেই।

এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতায়, এবার দুর্গাপুজোয় আমাদের ডাক পড়ছে বেশি। কেননা প্রায় প্রত্যেকটি পুজোর উদ্যোক্তা এবার যেমন মন্ডপ, আলো, প্রতিমা ও ডেকোরেটর বা শিল্পীর সঙ্গে বায়না করেছিলেন, এখন শেষ মুহূর্তে ভিড় সামাল দিতে বিকল্প পেতে ডাকা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের। যারা ওইসব পুজোর জন্য ইউটিউব এ চ্যানেল খোলা, ফেসবুক পেজ খোলা, এমনকি ব্লগ তৈরীর কাজ করে দিচ্ছেন। তৈরি করছেন ওয়েব সাইট। শেষ মুহূর্তে পুজোর ক’দিন ওই সব ভার্চুয়াল মাধ্যমেই এবার ঘরে বসে দেখা যাবে ছোট-বড় নানা পুজো।

কাশী বোস লেন দুর্গাপূজার উদ্যোক্তারা এবার ওয়েবসাইটের মাধ্যমে ঠাকুর দেখাতে চান দর্শকদের। একই সঙ্গে ফেসবুকে লাইভ চলবে লাগাতার। সুজিত বোস এর পুজো হিসেবে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ভিআইপি রোডের ধারে বড় বড় জায়ান্ট স্ক্রিন বসাচ্ছেন। ঠাকুর এবং মন্ডপ দর্শকদের দূর থেকেই দেখানোর জন্য। কেননা এখানে দেবী দুর্গা প্রায় ২৫ কেজির স্বর্ণালঙ্কারে শোভিত হবেন। তাই একদিকে নিরাপত্তা, অন্যদিকে মানুষের ভিড়ে করোনার সংক্রমনের আশংকা- এই দুই থেকে বিরত থাকতে এবার সুজিত বোস এর পুজোর ভরসা জায়ান্ট স্ক্রিন। তার সঙ্গে ফেসবুক লাইভ, ইউটিউবে মন্ডপ দেখা তো থাকছেই।

যেমন সন্তোষ মিত্র স্কয়ার সবচেয়ে প্রথম ঘোষণা করে, বাইরের দর্শকদের এবার মন্ডপ ঢুকতে দেওয়া হবে না। কিন্তু বিকল্প ব্যবস্থা হিসেবে তারাও পুজোর ক’দিন ইউটিউব এবং ফেসবুক এই পুজোর প্রচার চালাবে। পুষ্পাঞ্জলি, সন্ধিপুজোর ছবি দেখানো হবে ইউটিউবে। যোধপুর পার্ক ৯৫ পল্লী বসাচ্ছন জায়ান্ট স্ক্রিন। ভবানীপুর ৭৫ পল্লী ফেসবুক লাইভ প্রোগ্রাম করবে।

একইভাবে সল্টলেকের প্রায় সব পুজোয় এবার ফেসবুক এবং ইউটিউব এ তাদের পুজো দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। বিডি ব্লক থেকে শুরু করে একে ব্লক, ফাল্গু নী, বৈশাখী আবাসন- সর্বত্রই কোথাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর মাধ্যমে তৈরি হচ্ছে ওয়েবসাইট, আবার কোথাও উদ্যোক্তা যুবকরাই এই কাজে নেমে পড়েছেন। ফলে এবার দুর্গা পুজোয় করোনা থেকে দূরে থাকতে ভার্চুয়ালি দর্শক দেখবেন দেবীকে। তাতে হয়তো দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। কিন্তু দুর্গাপূজার পরে হাসপাতালে ভর্তির জন্য লাইন তো দিতে হবে না। এই বা কম কি!