আবহাওয়া

সপ্তমী পর্যন্ত রাজ্য ভাসতে পারে বৃষ্টিতে

By admin

October 21, 2020

কলকাতা ব্যুরো: নিম্নচাপের জেরে আগামী তিন দিন এ রাজ্য প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে। ফলে দুর্গাপুজোর তিনটে দিন বৃষ্টিতে ঘরে ব সাই নাগরিকদের ভবিতব্য হয়ে উঠতে পারে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই নিম্নচাপের জেরে প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়বে অন্ধপ্রদেশ ও ওড়িশা। নিম্নচাপটি ঘনীভূত হয়ে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও উত্তর-পূর্ব দিকে বৃষ্টি ডেকে আনতে পারে।

প্রাথমিকভাবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে তিনদিন কলকাতা শহর সহ সারা রাজ্যেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন এর অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র এ ব্যাপারে জানিয়েছেন, তিন রাজ্যেই আগামী তিন দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হওয়ায় উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে।

রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে যে পরিমাণ উত্তেজনা তৈরি হয়েছে, তাতে বৃষ্টি একমাত্র সবদিক থেকে সুস্থ সমাধানের পথ বলে মনে করছেন রসিক নাগরিকরা। একদিকে রাজ্য এবং পূজা উদ্যোক্তারা অন্যান্য বছরের মতোই ভিড় টানার উদ্দেশ্যে মন্ডপ সাজিয়ে বসে রয়েছেন। তারই মধ্যে কলকাতা হাইকোর্ট মন্ডপ দর্শকশূন্য করতে নো এন্ট্রি বোর্ড ঝোলাতে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের পুনর্বিবেচনার জন্য পাল্টা মামলা হয়েছে। আবার সেই রায়কে সমর্থন জানিয়ে মামলা করেছেন চিকিৎসকদের সংগঠন। মামলা করে বা কড়া নির্দেশ দিলেও, তা একদিকে প্রশাসন কতটা কার্যকর করতে পারবে, আবার নাগরিকদের একটা অংশ তা উপেক্ষা করে বাইরে বেরোলে সংক্রমণ আগামী দিনে কি চেহারা নেবে, তা নিয়ে প্রমাদ গুনছেন চিকিৎসকরা। এই অবস্থায় তারা মনে করছেন, যদি নিম্নচাপের বৃষ্টি টানা চলতে থাকে, তাহলে এমনিতেই অতি উৎসাহী পুজো ভক্তরাও বেরোনোর সাহস কম পাবেন। তাই সবদিক থেকেই সুষ্ঠু সমাধানের পথ হিসেবে ধরে নিয়ে এখন সংক্রমণ নিয়ে চিন্তিতরা মনে মনে হইতো আয় বৃষ্টি ঝেঁপে গেয়ে চলেছেন।