এক নজরে

দুর্গোৎসব পিছিয়েছিলো ১৯৮২ এবং ২০০১ -এও

By admin

September 16, 2020

ইন্দ্রনীল বসু

আজ অর্থাৎ বুধবার রাত ৭.৫৮ মিনিটে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অমাবস্যা শুরু হচ্ছে। থাকবে কাল পয়লা আশ্বিন সাড়ে চারটে পর্যন্ত। গুপ্ত প্রেস মতে অবশ্য সময়টা অন্যরকম। বাংলার ৩০ ভাদ্র ৭ টা বেজে তিন মিনিট থেকে অমাবস্যা শুরু হয়ে শেষ হচ্ছে ৩১ ভাদ্র ( ১৭.৯.২০) ৫ টা বেজে ৩ মিনিটে। বেশির ভাগই যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত মত মেনে চলে, সে জন্য তারা বলছেন আশ্বিন মাসে দুটি অমাবস্যা পড়ে যাচ্ছে। প্রথমটা পয়লা আশ্বিন আর দ্বিতীয়টি ২৯ আশ্বিন। ইংরিজি ক্যালেন্ডারে ১৬ অক্টোবর। দুটি অমাবস্যা একটি মাসে পড়া মানেটা হলো সেটা মল মাস। সে মাসে বিবাহ, পূজা ইত্যাদি বড় বা শুভ কোনও কাজ হয় না। সুতরাং দূর্গা পুজাও এবারে পিছিয়ে গিয়ে চলে যাচ্ছে কার্তিক মাসে। ৫ কার্তিক (২২ অক্টোবর) দূর্গা ষষ্ঠী। অর্থাৎ মহালয়ার প্রায় ৩৫ দিন পরে দূর্গা পূজা পড়ছে। এ রকম আগে কবে হয়েছিলো? সংস্কৃত পন্ডিতরা জানাচ্ছেন, আগে দুবার মল মাস পরায় দূর্গা পুজো অনেকটা পিছিয়ে যায়। পুরোহিত সমাজের পক্ষ থেকে প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, এর আগে ১৯৮২ সাল এবং ২০০১ সালেও দূর্গা পূজা পিছিয়ে গিয়েছিলো।

আবার কবে আসতে পারে এমন পরিস্থিতি ? না, এখনই হলফ করে বলতে পারছেন না তারা। তবে ২০৩০ অবধি এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ২০২৩ সালেও দুর্গা পুজো ২১ অক্টোবর থেকে। কিন্তু সে বছর মহালয়াও পড়ছে ১৪ অক্টোবর।