কলকাতা ব্যুরো : ১১৯ বছরের ইতিহাসেএই প্রথম। বেলুড় মঠ কর্তৃপক্ষ এবার দুর্গাপুজোয় কোন ভক্ত বা দর্শনার্থীদের পূজো দেখার অনুমতি দিচ্ছেন না। কারণ অবশ্যই সেই কোভিড-১৯ । কর্তৃপক্ষ চান না পূজো দেখতে এসে কেউ অসুস্থ হয়ে ফিরে যাক। অগণিত ভক্তের কাছে খবরটা দুসংবাদেরই সামিল। খবরটা দিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী সুবীরানন্দ। তিনি জানান, প্রতি বছরের মতো শ্রী রামকৃষ্ণ মন্দিরে এ বছরও মাতৃ আরাধনা হবে। কিন্তু মঠ ও মিশন এর পক্ষ থেকে কোনো ভক্ত বা দর্শনার্থীদের মঠ এর ভিতর ঢুকে পূজো দেখার অনুমতি দেওয়া হবে না। যে ভাবে মহামারী ছড়িয়ে পড়ছে তাতে ভক্তদের কথা ভেবেই এই সিদ্ধান্তে আসতে বাধ্য হচ্ছেন তারা।
উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে সারদা মায়ের উপস্থিতিতে এই পুজো শুরু করেছিলেন। সেই থেকে প্রতি বছর দুর্গা পুজো হয়ে আসছে বেলুড় মঠে। দর্শনার্থীদের সংখ্যা ও বাড়ছে উত্তরোত্তর।
আগে রামকৃষ্ণ মন্দিরে পূজো হতো। এখন মন্দিরের লাগোয়া মাঠে পুজো হয়ে থাকে দর্শণার্থীদের ভিড় সামলাবার জন্য। লাখো লোক সমাগম হয় প্রতিবছর। কুমারী পুজোর দিন দর্শনার্থীদের সংখ্যা আরো বাড়ে। কোভিড-১৯ এর পর বেলুড় মঠ বহুদিন বন্ধ ছিল। কিছুদিন আগে মঠ খুললেও প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা বা তাদের প্রণাম করায় এখনো নিষেধাজ্ঞা বলবৎ আছে।
প্রসাদ বিতরনের যে রীতি বহুদিন ধরে চলে আসছিল তা এখনো বন্ধ। বন্ধ গেস্ট হাউজ ও। এখন মন্দির দিনে চার ঘন্টার জন্য খোলা থাকে , সকালে দু ঘণ্টা এবং বিকেলে দু ঘন্টা। ভক্তবৃন্দ সান্ধ্য আরতি থেকে এখনও বঞ্চিত। স্বামীজি এবং সারদা মাযের জন্মদিন আদৌ ভক্তদের নিয়ে পালন করা যাবে কিনা তা কর্তৃপক্ষ এখনও ঠিক করে উঠতে পারেন নি।