দুর্গাপুজো-লক্ষ্মীর ভাণ্ডারের ট্যাবলোয় সাজবে রেড রোড

By admin

August 09, 2022

কলকাতা ব্যুরো: স্বাধীনতা দিবসে রাজ্য সরকারের এবার বিশেষ চমক। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পরই বাংলার দুর্গাপুজোকে একটি ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হবে রেড রোডে । সেই লক্ষেই রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর ওই ট্যাবলো তৈরির কাজও শুরু করে দিয়েছে। বিশেষত, দুর্গা প্রতিমা থেকে ধুনুচি নাচ সব কিছুই দুর্গা পুজোর আঙ্গিকে বাংলার ঐতিহ্যকে ঐ ট্যাবলোটিতে ফুটিয়ে তোলা হবে। শুধু তাই নয়, ওই দিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যকেও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ফুটিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্র খবর।তালিকায় থাকছে রাজ্য সমাজ কল্যাণ দফতরের কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি। উচ্চশিক্ষা দফতরের ট্যাবলোতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে।স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে তথ্য সংস্কৃতি দফতর এবার শ্রদ্ধাঞ্জলি নামের একটি বিশেষ ট্যাবলো প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।যেখানে সম্প্রতি প্রয়াত সঙ্গীত জগতের তিন নক্ষত্র লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ির জীবন ও তাদের কীর্তিকে তুলে ধরা হবে।বিগত দুবছর কোভিডের কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল জৌলুসহীন। এবছর স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে রেড রোডের কুচকাওয়াজে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।