এক নজরে

Durga Immersion: বৃষ্টিকে সঙ্গী করেই সাঙ্গ হল বিসর্জন

By admin

October 15, 2021

কলকাতা ব্যুরো: গত কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই যেন বিজয়ার সন্ধ্যে থেকে বৃষ্টি ভাসালো কলকাতাকে। রাজ্যের বিভিন্ন জেলাতেও বৃষ্টিতে বিপর্যস্ত হল দশমীর সন্ধ্যে। দেবীর বিসর্জনে যেন কাঁদলো প্রকৃতিও।

যদিও তাতেও দশমীতে প্রথা মেনে বিসর্জনে ছেদ পড়েনি। এদিন দুপুরের পর থেকেই মণ্ডপে মণ্ডপে এবং বিভিন্ন বাড়িতে সিঁদুর দানের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানোর পালা শুরু হয়। বিকেলের পর থেকে কলকাতায় গঙ্গার বিভিন্ন ঘাটে বাড়তে থাকে প্রতিমা বিসর্জনের ভিড়।

[masterslider id=”4″]

অন্যদিকে বেশ কিছু জায়গায় শহরের ওয়ার্ড গুলিতে যেসব বড় পুকুর বা জলাশয় রয়েছে, সেগুলোতেও বিসর্জনের ব্যবস্থা করেছে কলকাতা নগর নিগম এবং কলকাতা উন্নয়ন পর্ষদ। সেগুলিতে সন্ধ্যা থেকেই পাড়ার ঠাকুর বিসর্জনের ভিড় লেগে যায়।একদিকে বিসর্জনের বাজনা, অন্যদিকে দফায় দফায় মুষলধারায় বৃষ্টি চলে রাত পর্যন্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও। সপ্তাহের প্রথম দিন থেকেই তা আরো বাড়বে।

যদিও এদিন মূলত মাঝারি ও ছোট মাপের পাড়ার পুজো এবং বাড়ির পুজোর ঠাকুর বিসর্জন দেওয়া হয়। বড় প্রতিমা বা বড় পুজো গুলি লক্ষ্মী পুজোর আগে বিসর্জন দেবে।এদিন একদিকে যেমন বিসর্জন চলেছে অন্যদিকে তেমনি ভিড় এড়িয়ে বড় ঠাকুর দেখতে উন্মুখ দর্শক গুটিগুটি পায়ে বেরিয়ে পড়েছিলেন সন্ধ্যের মুখে। ফলে কিছু মণ্ডপে দর্শকের সমাগম ভালোই হয়েছিল। কিন্তু বৃষ্টিতে তাদের বেশ নাকাল হতে হয়।সেই তুলনায় শহরের রেস্তোরাঁগুলি ছিল রমরমা। করোনা জুজু পাশে সরিয়ে রেখেই ভালোভাবে ঠাকুর না দেখার দুঃখ ঘুচিয়ে হোটেল, রেস্তোরা গুলিতে পেট পুজোর জন্য ভিড় বাড়িয়েছেন নাগরিকরা। রাত পর্যন্ত চলেছে পেট পুজো।

যদিও অন্যান্য বারের মতো এবারেও বিজয়ার দিন বিকেলের পর শহরের রাস্তা ছিল তুলনামূলকভাবে গাড়ির সংখ্যা খুব কম। হাতেগোনা কিছু বাস, ট্যাক্সি বেরোলেও, অধিকাংশ ছিল ফাঁকা। বহু রুটে অটো ছিল নামমাত্র। সেই তুলনায় ব্যক্তিগত গাড়ি নিয়ে পথে বেরিয়ে ছিলেন বহু নাগরিক। কিন্তু সন্ধ্যায় বৃষ্টি সব আকর্ষণের কেন্দ্রে চলে যায়।

একটানা মেঘের গর্জন সঙ্গে বাজ পড়া ও বিদ্যুতের ঝলকানি রীতিমতো ভীতসন্ত্রস্ত করে তোলে নাগরিকদের। এই ভাবেই রাত যত বেড়েছে বৃষ্টিও চলেছে নাগাড়ে। এ ভাবেই বৃষ্টি ভিজে শেষ হয়েছে ২০২১ এ করোনা সঙ্গী করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার বিসর্জন।