এক নজরে

নিম্নচাপের জের, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

By admin

August 23, 2022

কলকাতা ব্যুরো: ফের মৌসুমী বায়ুর সক্রিয়তার জেরে বৃষ্টি শুরু বঙ্গে। কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপটও বেড়েছে। সংলগ্ন জেলাগুলির আকাশের অবস্থা তথৈবচ। কালো মেঘের আড়ালে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ সারাদিন কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। শহরে বৃষ্টিপাত হয়েছে এখনও পর্যন্ত ৪২মিলিমিটার। যার জেরে তাপমাত্রার পারদ নেমেছে খানিকটা।

এদিকে, উলটো ছবি উত্তরবঙ্গে। সেখানকার সব জেলায় তাপমাত্রা বাড়বে। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরের উপরের দিকের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।

এদিকে, ঝড়বৃষ্টির মধ্যে সোমবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ে মাঠে ছিঁড়ে থাকা বিদ্যুতের তার জড়িয়ে মৃত্যু হয়েছে আশা দাস নামে এক মহিলার। জখম তাঁর ছেলে রাহুল দাস। এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রাতে বর্ধমান-কালনা রোড অবরোধ করেন গ্রামবাসীরা। বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।