শেয়ার বাজার

#StockMarket: পজেটিভ দিকে বাজার

By admin

May 26, 2022

Mainak Sharma (portfolio manager , Anand Rathi Share And Stock Brokers Limited) Contact 8759689108

বেশ কিছু দিন ভারী মাত্রায় নিচে আসার পর আজ উপরেই নিজেকে ধরে রাখতে সক্ষম হয় দুই বাজার সূচক। ৫০৩ .২৭ পয়েন্টস অর্থাৎ ০ .৯৪ % বেড়ে ৫৪ ,২৫২ .৫৩ ঘরে দাঁড়ায় বি এস ই সেনসেক্স , নিফটি বাড়ে ১৪৪ .৪০ বা ০ .৯০ শতাংশ।

দিনের শুরু ১৬১৪১.৮৫ দিয়ে শুরু করে নিফটি ফিফটি , তার পরেই শুরু হয় বিক্রির প্রবণতা। দিনের সর্বনিম্ন ১৫৯০৩.৭০ এর ঘরে নেমে আসে নিফটি, এর পরেই দ্বিতীয়ার্ধে ইতিবাচক সারা দিয়ে প্রথম প্রতিরোধক জোনে ১৬১০০ কে অতিক্রম করে ১৬১৭০.১৫ র ঘরে গিয়ে বন্ধ হয় বাজার সূচক।

সারা দিনের শেষে বুলিশ হেমার বা হাতুড়ি ক্যান্ডেল তৈরী করে নিফটি, যা বুল রানের সংকেত হতে পারে আগামী দিনে জন্য। তবে ১৬৭৯৬.৫০ কাছে রয়েছে ২০০ দিনের মুভিং এভারেজ। যেহেতু নিফটির জন্য ১৫ ,৯০০ এবং ১৬ ,৪০০ স্তরের মধ্যে একটি সংকীর্ণ পরিসীমার মধ্যে রয়েছে সেক্ষত্রে ইন্ট্রাডের জন্য আদর্শভাবে নিফটি ১৬ ,৪০০ স্তরের কাছাকাছি ট্রেডিং রেঞ্জের উপরের প্রান্তের দিকে এগিয়ে যাওয়া উচিত। তবে নিচের দিকে এলেও ১৫৭০০ র সাপোর্ট জোনে কে ভাঙতে পারেনি সূচক। অপশন ডেটা অনুযায় ১৫ ,৮০০ এবং ১৬ ,৫০০ এর মধ্যে ট্রেডিং রেঞ্জের পরামর্শ দেয়। অন্য দিকে ইন্ডিয়া ভিক্সেও কম্পাঙ্কের মাত্রা ২৫ .২৮ থেকে ২২ .৭২ এর মহাদেই ছিল।

নিফটি ব্যাংকেও শুরু হয় ইতিবাচক ভাবেই। দিনের সর্বোচ্চ যায় ৩৫২০০ ঘরের দিকে। দিনের চার্ট এ বুলিশ ক্যান্ডেলের লং লোয়ার শ্যাডো দিয়ে ৭৫৫ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৩৫ ,০৯৫ র ঘরে। এখন এটিকে ৩৪ ,৭৫০ এর উপরের জোনকে ধরে রাখতে হবে। আবার ৩৫ ,৫০০ এবং ৩৫ ,৭৫০ জোনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রয়েছে , ৩৪ ,৭৫০ এবং ৩৪ ,৫০০ জোনে সমর্থন রেখা।

স্টকগুলির মধ্যে, টরেন্ট ফার্মা, ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এসবিআইএন, কোলগেট পালমোলিভ, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কনকর, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি, এনটিপিসি, ম্যারিকো, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, বাজাজ অটো, এইচএএল এবং আইসিআইসিআই প্রুডেনশিয়ালে একটি ইতিবাচক সেটআপ দেখা গেছে। হ্যাভেলস, আইইএক্স, ডিভিস ল্যাবস, ইউপিএল, আইপকা ল্যাবস, পলিক্যাব, এলএন্ডটি প্রযুক্তি পরিষেবা এবং চিপলায় বিক্রির প্রবণতা আজ বেশি দেখা যায়।

আগামী তিন মাসের জন্য ওয়াচ লিস্টে থাকবে ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসে। টার্গেট ৯২০, স্টপ লস ৬৪৫। কালকের জন্য ওয়াচ লিস্টে রাখতে হবে ইন্ডিয়া সিমেন্ট লক্ষ হবে ১৭৫ , স্টপ লস ১৬৩ র ঘরে।