কলকাতা ব্যুরো: করোনা আবহেই অনুষ্ঠিত হতে চলেছে তিন দফায় বিহার বিধানসভার নির্বাচন। ২৮ অক্টোবর, ৩ এবং ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ওই ভোট। ফল ঘোষণা ১০ নভেম্বর।নির্বাচনী প্রচারে এবার সভা, সমাবেশ, রোড শো র ক্ষেত্রে এবার স্বাস্থ্য সুরক্ষার কারণেই রয়েছে বেশ কিছু নির্দেশিকা। তা যেন রাজনৈতিক দলগুলির প্রচারের ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় সে কারণে বেতার এবং দূরদর্শনে দলগুলির জন্য দ্বিগুণ সময় বরাদ্দ করা হলো। অর্থাৎ যে দল ওই দুই মাধ্যমে প্রচারের জন্য যে পরিমান সময় পেতো, এবার তার দ্বিগুণ সময় পাবে। এই সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।