এক নজরে

#ShareMarket: ডিভিডেন্ড অ্যালার্ট

By admin

May 18, 2022

Mainak Sharma (portfolio manager and analysts , Anand Rathi Share and Stock Broker limited)call & whatsapp 8759689108

শেয়ার বাজারে বিনিয়োগ করা মানেই একটি ছোট মাঝারি বা বড়ো কোম্পানীর মালিকত্ত লাভ করা অর্থাৎ আংশিক মালিকত্ব হাওয়া মানে কোম্পানীর লাভ বা ক্ষতির ভাগীদারও একই সঙ্গে বহন করা। তাই লাভ হলে বছর শেষে মুনাফার এক অংশ আবার ফিরিয়ে দেয় অংশীদারদের যাকে ডিভিডেন্ড বলা হয়। মানে এই যে একদিকে কম্পানি লাভ করলে শেয়ার দর বাড়ার সাথে সাথেই আলাদা ভাবে পাওয়া যাবে ডিভিডেন্ড। তবে অবশ্যই সেই কোম্পানিতে দীর্ঘ মেয়াদী করতে হবে বিনিয়োগ।

সম্প্রতি ডিভিডেন্ড ঘোষণা করে বেশ কিছু কম্পানি। যার মধ্যে রয়েছে ব্যাঙ্কিং বস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। প্রায় ৭.১০ শতাংশ ডিভিডেন্ড দিতে পারে এস বি আই। ৭.১০ প্রতি শেয়ার ফাইনাল লভ্যাংশ ঘোষণা করে।

টাটা কনসালটে্সি সার্ভিস (TCS)বায় ব্যাক ঘোষণার দিন পেরোতে না পেরোতেই ফাইনাল লভ্যাংশ দেওয়ার কথা জানায় টি সী এস্। ২২ টাকা পর্যন্ত দিতে পারে ডিভিডেন্ড। এই মাসের ২৬ তারিখ ডিভিডেন্ড দেবে কোম্পানী।

এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি১.৭ টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। পরের মাসের প্রথম দিন ই পাওয়া যাবে ডিভিডেন্ড

ইনফোসিসটেক টেক ইন্ডাস্ট্রির দ্বিতীয় জায়ান্ট ইনফোসিস সম্প্রতি ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করে। প্রতি শেয়ার এ ১.৬ টাকা দেবে লভ্যাংশ। পরের মাসের প্রথম দিন ই পাওয়া যাবে ডিভিডেন্ড।

পেজ ইন্ডাস্ট্রিনামটা শোনা না হলেও এই কোম্পানি বহুপরিচিত আমাদের কাছে। জামা কাপড় থেকে অন্তর্বাস প্রায় সমস্ত বিভাগে জকি নামে একচেটিয়াবাজার দখল রয়েছে এই সংস্থার। মধ্যভাগ লভ্যাংশ দেবে বলে ঘোষণা করে জকি। তবে ঠিক প্রতি শেয়ার এ কত লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি তা ঘোষণা না করলেও জুন মাসের তিন তারিখে ঘোষণা হবে ডিভিডেন্ড ।

টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন লিমিটেড৫৫ টাকা প্রতি শেয়ার ফাইনাল লভ্যাংশ ঘোষণা করে ।

এশিয়ান পয়েন্টজুন মাসের দশ তারিখ লভাংশ দেবে বলে জানায় রঙের রাজা এশিয়ান পয়েন্ট। প্রতি শেয়ারে ১৫.৫ টাকা দেওয়ার কথা জানায় কোম্পানী

টাটা কনসিউমর৬.০৫ টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করে

ভল্টাসশেয়ার প্রতি ৫.৫ টাকা ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার কথা জানায় কোম্পানী।

Cyient লিমিটেড১৪ টাকা শেয়ার প্রতি ফাইনাল ডিভিডেন্ড দিতে পারে।

কফোর্জ লিমিটেডকফোর্জ আদপে এন আই আই টি (NIIT) টেকনলজি নামে পরিচিত। মধ্যভাগ লাভাংশ দেওয়ার কথা জানায় কোম্পানী। শেয়ার প্রতি ১৩ টাকা এই মাসের ২৪ তারিখ ডিভিডেন্ড দেবে কফোর্জ লিমিটেড।

এই কোম্পানিতে বিনিয়োগের থাকলে পেতে পারেন ডিভিডেন্ড । সেক্ষেত্রে কোম্পানির ওয়েব সাইটে গিয়ে দেখতে হবে নামের তালিকায় রয়েছে কিনা আপনার নাম।