এক নজরে

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির আজ ২৫ বছর পূর্তি

By admin

October 20, 2020

কলকাতা ব্যুরো : শাহরুখ কাজলের জমাটি ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। আজ তার ২৫ বছর পূর্তি। ১৯৯৫ সালের ২০ অক্টোবর এই ছবিটি মুক্তি পেয়েছিল। অমিতাভ – রেখার সিলসিলার পর এমন মিষ্টি প্রেমের ছবি যশ রাজ ব্যানারে আর হয় নি।

ছবিটির পরিচালক ছিলেন আদিত্য চোপড়া। শোনা যায় ছবিটির স্ক্রিপ্ট দেখে শাহরুখ সে ছবি করতে রাজি হন নি। আদিত্য চোপড়া অনেকবার বলার পর অবশেষে করতে রাজি হন কিং খান। এর পর অবশ্য একের পর এক হিট ছবি করে গেছেন শাহরুখ ও কাজল দুজনেই। ছবিটিতে শাহরুখ, কাজল ছাড়াও অমরিশ পুরী, ফরিদা জালাল, অনুপম খের ও মন্দিরা বেদি বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছিলেন।

ছবির অনেকটা অংশই সুইজারল্যান্ডে শুটিং হয়েছিল। এর আগে ভারতের বাইরে অনেক ছবিরই শুটিং হয় বিশেষতঃ “অ্যান ইভিনিং ইন প্যারিস” বা লাভ ইন লন্ডন । কিন্তু যশরাজ ব্যানারে এই ছবি আগের সব ছবিকে কে লোকপ্রিয়তার দিক দিয়ে ছাড়িয়ে যায়। যতিন লোলিতের সঙ্গীত পরিচালনায় এই ছবির প্রত্যেকটি গানই হিট করে। শোনা যায় জনপ্রিয়তার দিক থেকে “শোলে” ছবিকেও হার মানিয়েছিল পরিচালক আদিত্য চোপড়ার প্রথম ছবি।