এক নজরে

ফ্রন্টফুটের দিলীপ ব্যাকফুটে মুকুলে

By admin

August 16, 2020

কলকাতা ব্যুরো: তাহলে কি দলে অল ইজ নট ওয়েল? দিলীপ ঘোষের আচমকা মন্তব্য সেই জল্পনাকে উস্কে দিল। আলটপকা মন্তব্যের জন্য অবশ্য বিজেপির রাজ্য সভাপতি দলে এবং দলের বাইরে বিভিন্ন সময়েই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা তাঁকে দিল্লিতে তলব করায় দলে আলোচনা শুরু হয়েছে যে এই ধরনের আলটপকা মন্তব্যে রাশ টানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে কি না তা নিয়ে।

এই সপ্তাহে দিল্লি যাবেন বলে দিলীপ নিজেও জানিয়েছেন। তার আগে কিছুটা এগিয়ে, কিছুটা পিছিয়ে সংগঠন পরিচালনা সম্পর্কে খোলাখুলি নানা বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। রবিবার তিনি বলেন, “মুকুল রায়কে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নেই। মুকুলদা নিজে সাংবাদিক বৈঠকে বলেছেন, তিনি বিজেপিতে আছেন, থাকবেন। আমি তাঁকে যোগ্য সম্মান ও কাজ দিয়েছি। তবে আমার কিছু ভুল হতে পারে।”

দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রিয়পাত্র মুকুল রায় সম্পর্কে মর্যাদাপূর্ণ মন্তব্য করলেও দলে তাঁকে নিয়ে নানা অভিযোগের জবাব দিয়েছেন কড়া সুরে। দিলীপ বলেন, “আমি সবসময় ফ্রন্টফুটে খেলি। আমি কাউকে পরোয়া করি না। যাঁরা এসব বলেন, তাঁরা তৃণমূলের সঙ্গে লড়ে দেখাক।”

তাঁকে দিল্লিতে ডেকে পাঠানোয় তাঁর প্রতি সর্বভারতীয় নেতৃত্বের অনাস্থার প্রসঙ্গে দিলীপের বক্তব্য, “গত লোকসভা নির্বাচনের আগে এসব কথা ওঠেনি। তখন চার বছর আমি রাজ্য সভাপতি ছিলাম। লোকসভা নির্বাচনে আমরা জিতেছিলাম। তারপর আবার আমাকে সভাপতি করা হল। আমার ওপর আস্থা না থাকলে আমাকে আবার সভাপতি করা হল কেন?”