এক নজরে

Cow Smuggling: এনামুলকে চিনি না, সিবিআই দফতর থেকে বেরিয়ে বললেন দেব

By admin

February 15, 2022

কলকাতা ব্যুরো: মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে। গরু পাচার মামলায় টানা সাড়ে চার ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে বের হন অভিনেতা-সাংসদ দেব। তবে এদিন নিজাম প্যালেস থেকে হাসি মুখেই বের হতে দেখা যায় তারকা সাংসদকে। তবে সিবিআই সূত্রে খবর, সাংসদের জবাবে খুব একটা সন্তুষ্ট নন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। দেবের কাছ থেকে পাওয়া একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি পেয়েছেন সিবিআই আধিকারিকরা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকা জানান, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।  এনামুল হক বলে কাউকে চেনেন না বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান দেব। এদিন কোনও আর্থিক লেনদেনের বিষয়ও অস্বীকার করেন তারকা সাংসদ। আর হয়তো ডাকবে না, বলেন তিনি। 

এদিন দেব আরও বলেন, আমি বেশি কিছু বলতে পারব না। তবে আমি একটাই কথা বলব, আমার স্টেটমেন্ট নিয়েছে। আমি যতরকমভাবে পারব সহযোগিতা করব। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারব না। তাহলে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে কেন তাঁকে নিজাম প্যালেসের ভিতরে থাকতে হল? প্রশ্ন জবাবে হাসিমুখে সাংসদ জানান, “এটি তাঁদের (সিবিআই অফিসারদের) জিজ্ঞাসা করুন, আমাকে কেন?

শোনা যায়, গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠেছিল  তারকা সাংসদ দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও তাঁর নাম বলেছেন বলে সিবিআই সূত্রে খবর। সে সব বয়ানের ভিত্তিতেই মঙ্গলবার দেবকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বুধবার নোটিস পান দেব। মঙ্গলবার সময় মতোই পৌঁছান সিবিআই দপ্তরে।

এদিন তারকা সাংসদ নিজাম প্যালেসে পৌঁছতেই ভিড় জমে যায়। আকাশি নীল রঙের শার্ট ও কালো ট্রাউজার পরে এসেছিলেন তারকা। হাতে ছিল হলুদ জ্যাকেট। সাংবাদিকদের মধ্য়ে দিয়েই সিবিআই দপ্তরে পৌঁছে যান। সেখানে একটানা জিজ্ঞাসাবাদ করা হয় সাংসদকে। 

২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী হন দেব। ভোটে জিতে ঘাটালের সাংসদ হন। পরের নির্বাচনেও এই একই কেন্দ্র থেকে জয় পান তারকা সাংসদ।