এক নজরে

Terrorist: কাশ্মীরে হারকাত 313 নয়া জঙ্গিগোষ্ঠী

By admin

October 18, 2021

কলকাতা ব্যুরো: গত সপ্তাহ দুয়েক ধরে কাশ্মীরের পুঞ্চ ও রযৌরী এলাকায় জঙ্গী গোষ্ঠীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে চমকে দেওয়ার মতো তথ্য দিল ভারতীয় গোয়েন্দারা। Harkat 313 নামের একটি জঙ্গিগোষ্ঠী এখন কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে। উত্তর ও দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় এই হরকত 313 জঙ্গী সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে ব্যাস্ত রাখতে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে বলে গোয়েন্দা সূত্রের খবর। এই সংগঠনে পাকিস্তান ও আফগানিস্থানের বিভিন্ন প্রশিক্ষিত যে জঙ্গি সদস্যরা রয়েছে, তারা কাশ্মীরকে নতুন করে উত্তপ্ত করতে চায়। তারাই এই সংগঠনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছে সেনা গোয়েন্দারা।

হারকাত 313 কোন নতুন সংগঠন নয় বলে দাবি সেনাকর্তাদের একাংশের। তাদের বক্তব্য,১৯৯৯ সালেই এই সংগঠনটি তৈরি হয়েছিল। কিন্তু মাঝে এদের গতিবিধি একেবারেই চাপা পড়ে গিয়েছিল কিন্তু ফের এরা কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে। বর্তমানে কাশ্মীরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এই জঙ্গি গোষ্ঠী লড়াই জারি রাখছে। আশঙ্কা, এই গোষ্ঠী বাহিনীকে ব্যাস্ত রাখার ফাঁকেই বাইরে থেকে জঙ্গিরা কাশ্মীরে ঢুকে পড়বে। ফলে হরকত 313 নিয়ে এখন চিন্তা বেড়েছে দিল্লির।

বিভিন্ন জঙ্গী সংগঠনের ব্যাপারে খবরা-খবর রাখা প্রাক্তন এক সেনাকর্তার কথায়, মূলত ছটি জঙ্গিগোষ্ঠী কাশ্মীরে এখনো সক্রিয়। আল কায়দা, হিজবুল মুজাহিদীন, আল বদরের মত গোষ্ঠীগুলোকে পাকিস্তানের আইএসআই সরাসরি অস্ত্র প্রশিক্ষণ, আর্থিক সহায়তা সহ সব রকমের সহযোগিতা করে বলে অভিযোগ। এখন সেই তালিকায় হরকত 313 সেই অর্থে নতুন নাম হলেও, এর পেছনে শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানের মতো দেশের জঙ্গিগোষ্ঠী মদদ দিচ্ছে। তাই শুরুতেই এদের যেকোনোভাবে বিনাশ করা দরকার হলে মনে করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তারা।

জঙ্গিগোষ্ঠী গুলি কাশ্মীরের ভূমিপুত্রদের মগজ ধোলাই করে রাষ্ট্রবিরোধীতায় নামালেও হরকত সে পথে হাঁটে না বলেই খবর। এই সংগঠনে ভিনদেশের বিপথগামী যুবকদের প্রশিক্ষণ দিয়ে অতি দক্ষ তৈরি করা হয়। Harkat 313 সংখ্যাটি সম্পর্কে বিশেষজ্ঞরা বিভিন্ন রকম মতামত দিচ্ছেন। তবে তারা একটি বিষয় নিশ্চিত করেছেন। তাদের বক্তব্য, এই সংগঠনটি অতিরিক্ত দক্ষ এবং প্রশিক্ষিত, এমন একটা কিছু বোঝাতেই সাংকেতিক এই শব্দ ব্যবহার করা হয়েছে।