এক নজরে

আজ দিল্লির বিরুদ্ধে মুম্বাই লড়বে আইপিএল ফাইনালে

By admin

November 10, 2020

কলকাতা ব্যুরো : চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবারেও হট ফেভারিট। অন্যদিকে ১৩ বছরের মধ্যে প্রথমবার আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের শেষ দিন হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে প্রস্তুত দুবাই। লড়াই রোহিত শর্মার মুম্বাই আর শ্রেয়াস আইয়ার এর দিল্লি ক্যাপিটালস এর মধ্যে। গ্রুপের পর্বগুলিতে দাপট দেখিয়ে রোহিত শর্মার মুম্বাই ফাইনালে উঠেছে। পারফরমেন্সে ভাটা পড়েনি একবারের জন্যও। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফে গিয়েছিল মুম্বাই আর কোয়ালিফায়ার ওয়ানে দিল্লিকে হারিয়ে ফাইনালে পৌঁছায় তারা। অন্যদিকে শ্রেয়াস আইয়ার এর দল টুর্নামেন্ট শুরু করেছিল দুরন্ত ভাবে। প্রথম নটা ম্যাচের মধ্যে ৭ টি জিতেছিল দিল্লি। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলে দুই নম্বরে থেকে ফাইনালে পৌঁছায় তারা।

বলা বাহুল্য, পারফরম্যান্স এবং অভিজ্ঞতার দিক থেকে আজ মুম্বাই এগিয়ে রয়েছে। হার্দিক পান্ডে জসপ্রিত বুমরা, ক্রুনাল পান্ডে এবং সূর্য কুমার যাদব দুবার করে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন।

অন্যদিকে দিল্লির দলে রয়েছেন শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, রিশব পান্থের মত ব্যাটসম্যানরা। বিধ্বংসী ব্যাটিং এর জন্য বিখ্যাত যারা। চলতি মরসুমে তিনবার দিল্লির সঙ্গে মুখোমুখি হয়েছে মুম্বাই। তিনবারই হারিয়েছেন দিল্লিকে। প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে উঠে কি সেই হিসেব বদলে দিতে পারবে দিল্লি? তার জন্য আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা মাত্র।