এক নজরে

সন্তোষ মিত্র স্কোয়ারের পর এবার মন্ডপে প্রবেশ নিষিদ্ধ দেবদারু ফটকে

By admin

October 16, 2020

কলকাতা ব্যুরো: কোভিড-১৯ মোকাবিলায় সম্প্রতি কলকাতার অন্যতম বড় পুজো সন্তোষ মিত্র স্কোয়ার তাদের পুজোয় বাইরের দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পর এবার মান্ডপে প্রবেশ নিষিদ্ধ দেবদারু ফটক পুজো কমিটিও।

সেখানেও মন্ডপে প্রবেশ করতে পারবেন না বাইরের দর্শনার্থীরা। মণ্ডপের ১০০ মিটার দূরে থাকবে জায়ান্ট স্ক্রিন। সেখান থেকেই দেখতে হবে পুজো। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও ওয়েব টেলিকাস্ট হবে পুজোটির। করোনা ঠেকাতেই তাদের এই সিদ্ধান্ত। সম্প্রতি সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির তরফেও জানানো হয়েছে, তারা চান না, কোনো দর্শনার্থীর কাছে এবারের পুজোই শেষ পুজো হোক। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাকি ক্লাবগুলোর কাছেও এই অনুরোধ জানিয়েছিলো তারা। চিকিৎসকরাও মনে করছেন, পুজোর পর ব্যাপক হারে বাড়তে চলেছে করোনা।