%%sitename%%

এক নজরে

বিতর্কের অযোধ্যা, অযোধ্যার বিতর্ক

By admin

August 04, 2020

কলকাতা ব্যুরো: কারো কারো মতে, শহরটা নাকি আনুমানিক ৯ হাজার বছরের পুরনো। সে তুনলায় অযোধ্যা বিতর্ক সাকুল্যে পাঁচশো বছরের। পাঁচশো বছর সময়কাল মানে অবশ্য মধ্য যুগ থেকে আধুনিক হয়ে উত্তর আধুনিক যুগে বিচরণ।এক অদ্ভুত শহর এই অযোধ্যা। সাবেক কোশল রাজ্যের রাজধানী থেকে মহাকাব্যের এপিসেন্টার। মধ্যযুগের মোঘল সাম্রাজ্যের নাম এবং বিতর্কও আবার যুক্ত এরই সঙ্গে। আধুনিক ভারতেও সরকার পতন, দীর্ঘ মামলা, রাজনৈতিক সমীকরণ বদলের সঙ্গেও যুক্ত অযোধ্যার ইতিহাস।চলমান সেই ইতিহাসেরই আরো একটু গুরুত্বপূর্ণ মুহূর্ত আজ। সেখানে অনুষ্ঠিত হতে চলেছে রাম মন্দিরের ভূমি পুজো।এক নজরে দেখে নেওয়া যাক অযোধ্যা বিতর্কের প্রায় পাঁচশো বছরের ইতিহাস।

ফিরে দেখা