কলকাতা ব্যুরো: ৭ সেপ্টেম্বর রাজ্যে পূর্ণ লক ডাউন। তার পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে দার্জিলিং এবং কালিম্পঙের পর্যটন কেন্দ্রগুলো খোলার বিষয়ে ট্রায়াল রান শুরু হবে। বুধবার জিটিএ-র এক বৈঠক থেকে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত ১৫ দিন ট্রায়ালের মাধ্যমে বোঝার চেষ্টা হবে স্বাস্থ্য বিধি মেনে হোটেলগুলি চালাতে কি ধরণের সমস্যা হচ্ছে। সেই বিধি আদৌ মানা হচ্ছে কিনা।
জানা গিয়েছে, ওই ১৫ দিনের অভিজ্ঞতার ভিত্তিতেই পুরোপুরি ভাবে হোটেলগুলো খোলার উদ্যোগ নেওয়া হবে।