এক নজরে

আরও এক নক্ষত্র পতন

By admin

July 24, 2020

কলকাতা ব্যুরো: যার জন্য তাঁর জগৎ জোড়া খ্যাতি, সেই নৃত্যের সঙ্গে সরাসরি ঘর বাঁধতে পারছিলেন না বেশ কয়েক দশক ধরেই। পারার কথাও নয়। বয়স যে একশো পেরিয়েছিলো বছর খানেক আগেই। তবু তাঁর উপস্থিতিটাই ছিল এক পরম পাওয়া। শুধুমাত্র তাঁর পরিবার পরিজনদের কাছেই নয়, বাংলার সংস্কৃতি জগতের কাছেও। কারণ তিনি যে অমলা শঙ্কর। শুক্রবার অবশেষে অবসান হল আরও এক যুগের। কলকাতায় প্রয়াত হলেন কিংবদন্তি এই নৃত্য শিল্পী। ঘুমের ঘোরেই ঘুমের দেশে চিরতরে পাড়ি দিলেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ১০১ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু বলে জানিয়েছেন তাঁর নাতনি সৃনন্দা শঙ্কর।বস্তুত এদিন সকালে সৃনন্দার ফেসবুক পোস্ট থেকেই ছড়িয়ে পড়ে খবরটা। ফেসবুক পোস্ট এ সৃনন্দা লেখেন , ” আজ ১০১ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন ঠাকুমা। গত মাসেই জন্মদিন পালন করেছিলাম।একটা অধ্যায় এর সমাপন হলো। লাভ ইউ ঠাম্মা।”উদয় শঙ্কর পরিচালিত ‘কল্পনা’-র জন্য সর্বকনিষ্ঠ শিল্পী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন অমলা। ২০১২ সালে সেখানেই প্রদর্শিত হয় ‘কল্পনা’। সেখানে উপস্থিত হয়ে এক সাক্ষাৎকারে সে কথা স্মরণ করেছিলেন প্রবীণ এই শিল্পী। পুত্র আনন্দ শঙ্কর প্রয়াত হয়েছেন আগেই। রয়েছেন তাঁর কন্যা মমতা শঙ্কর, জামাতা, নাতি,নাতনি এবং পুত্রবধূ তনুশ্রী শঙ্কর।এদিন অমলা শঙ্করের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শোকের ছায়া নেমে আসে শিল্প ও সংস্কৃতি জগতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় বলেন, বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্করের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০১ বছর। নৃত্যের মাধ্যমে তিনি রাজ্য বা দেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। উদয়শঙ্কর- অমলাশঙ্কর নিবেদিত ‘কল্পনা’ আজও জনপ্রিয়তা হারায়নি। শোক জ্ঞাপন করে সৌমিত্র চট্টপাধ্যায় বলেন,” খুব কাছের মানুষকে হারালাম ।”১৯১৯ সালে ২৭ জুন যশোরে জন্ম হয় অমলা শঙ্করের। উদয় শঙ্করের কাছে নৃত্যের তালিম নেন তিনি। তাঁদের প্রথম দেখা হয়েছিল প্যারিসে। তখন অমলা শঙ্করের বয়স মাত্রই ১১ বছর।১৯৪২ সালে উদয় শঙ্করের সঙ্গে বিয়ে হয় তাঁর। পরে উদয় ও অমলা শঙ্কর জুটি নৃত্যের জন্য সারা বিশ্বে খ্যাতি অর্জন করেন। উদয় শঙ্কর পরিচালত কল্পনা তে অমলা শঙ্করের নৃত্যাভিনয় সবার নজর কাড়ে। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গ বিভূষণ’ সন্মান প্রদান করে । এদিন গান সালুটে শেষ বিদায় জানানো হয় বিশিষ্ট এই নৃত্যশিল্পীকে।

ছবি: কুন্তল চক্রবর্তী