এক নজরে

Cyclone Jawad: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “জাওয়াদ”

By admin

December 03, 2021

কলকাতা ব্যুরো: চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। বাংলায় দুর্যোগের আশঙ্কা। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। বর্তমানে যার অবস্থান দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আরও ঘনীভূত হয়ে রাতের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর পশ্চিমে এগিয়ে গিয়ে শুক্রবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার সকালে পৌঁছে যাবে উত্তর ওড়িশা ও দক্ষিণ অন্ধ্র উপকূলের কাছে।

বৃহস্পতিবারই জরুরী ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি বৈঠক হয়। অন্ধ্র এবং ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় মোকাবিলায় ঠিক কী কী বন্দোবস্ত নেওয়া হয়েছে, সে বিষয়েই আলোচনা হয় বৃহস্পতিবারের বৈঠকে। এদিকে, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ প্রভাব ফেলতে পারে বাংলাতেও। তাই তৎপর প্রশাসন। নবান্নে বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জরুরী ভিত্তিতে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। বৃহস্পতিবারই মুম্বই থেকে কলকাতা পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে আসেন নবান্নতে। সন্ধ্যায় মুখ্যসচিব ১২ জেলার জেলাশাসকের সঙ্গে সাইক্লোন প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। উপকূলবর্তী জেলার জেলাশাসকরা এই বৈঠকে যোগ দেন।

অন্ধ্র এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। শুক্রবার বিকেলের মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকে দক্ষিনবঙ্গের আবহাওয়ার একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে। বাতাসের শুষ্কভাব বৃহস্পতিবার বিকেলের পর থেকে সরে যাবে এবং শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানা যাচ্ছে।