এক নজরে

Christiano Ronaldo: দ্বিতীয় অভিষেকেই ম্যান ইউ জার্সিতে জোড়া গোল রোনাল্ডোর

By admin

September 12, 2021

কলকাতা ব্যুরো: এই সময়টার জন্যই যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রেড ডেভিলস সমর্থকরা। শুক্রবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে সমর্থকদের আশ্বস্ত করেছিলেন ৷ আর শনিবার মাঠে নেমেই গোল করে ফ্যানেদের প্রত্যাশা পূরণ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এদিন ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসেলের বিরুদ্ধে ম্যাঞ্চস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় অভিষেক হয় সিআর সেভেনের ৷ প্রথম ম্যাচেই মাঠে নেমে গোল করে পর্তুগিজ সুপারস্টার প্রমাণ করলেন তিনি ফুরিয়ে যাননি ৷

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে শনিবারই যে রোনাল্ডোর অভিষেক হতে চলেছে, সেটা আগের দিন পরিষ্কার করে দিয়েছিলেন ম্যান ইউ কোচ ওলে গানার সোল্কজায়ের। এদিন নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম একাদশে একমাত্র স্ট্রাইকার হিসেবে পর্তুগিজ তারকাকে দলে রাখেন তিনি। রোনাল্ডোকে আপ ফ্রন্টে রেখে ৪-২-৩-১ ছকে দল সাজান সোল্কজায়ের। কোচের আস্থার মর্যাদা দিয়ে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো ৷

প্রথমার্ধে সিআর ৭-এর গোলে ম্যান ইউ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে জাভিয়ারের গোলে সমতায় ফেরে নিউক্যাসল ৷ কিন্তু কিছুক্ষণের মধ্যে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ফের রেড ডেভলিসদের এগিয়ে দেন রোনাল্ডো ৷ ৬২ মিনিটে দুরন্ত গোল করেন সিআর ৭ ৷ সেই সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে শুরু হয়ে যায় লাল-জার্সির মেক্সিয়ান ওয়েভ ৷ ৮০ মিনিটে ব্রুনো ফার্ন্ডাডেজের গোলে ব্যবধান ৩-১ করে ম্যাঞ্চেস্টার ৷ ম্যাচের অতিরিক্ত সময়ে জেসি লিংগার্ডের গোলে ব্যবধান ৪-১ করে ম্যান ইউ ৷ শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে নেয় রেড ডেভিলস ৷

শনিবার স্থানীয় সময় দুপুর থেকেই ম্যাঞ্চেস্টারের রাস্তায় ম্যান ইউ সমর্থকদের ঢল নেমেছিল। কাতারে কাতারে ম্যান ইউ সমর্থক রোনাল্ডোর সাত নম্বর জার্সি পরে ওল্ড ট্র্যাফোর্ডে প্রবেশ করেন ৷ যা দেখেই বোঝা যাচ্ছিল সিআর ৭-এর প্রত্যাবর্তনে কতটা খুশি রেড ডেভিলস সমর্থকরা ৷ ৩৬ বছর বয়সি পর্তুগিজ সুপারস্টার সাড়া জাগিয়ে ম্যান ইউ-তে ফিরলেও কেরিয়ারের সায়াহ্নে এসে তিনি প্রিমিয়র লিগে কতটা প্রভাব ফেলতে পারবেন তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু ১২ বছর ১১৮ দিন পর রেড ডেভিলসদের জার্সিতে মাঠে নেমেই জোড়া গোল করে ইতিহাস রচনা করেন সিআর সেভেন ৷