এক নজরে

বাম-কংগ্রেস জোটের প্রথম বৈঠকে আলোচনা প্রার্থী নিয়ে

By admin

November 17, 2020

কলকাতা ব্যুরো: বিধানসভা ভোটের দিকে তাকিয়ে প্রথমবার বৈঠকে বসলো কংগ্রেস ও বামফ্রন্ট। মঙ্গলবার কলকাতায় অধীর চৌধুরী, আব্দুল মান্নানদের সঙ্গে বৈঠকে বসেন বিমান বসু সূর্যকান্ত মিশ্ররা। প্রাথমিকভাবে দুপক্ষই এখন থেকে ভোটের দিকে লক্ষ্য রেখে যৌথ আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ২৩ নভেম্বর কলকাতায় কংগ্রেস ও বামেদের যৌথ হবে মহা মিছিল হবে।

এদিন দীর্ঘ বৈঠক রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে একপ্রস্থ আলোচনা হয় দু পক্ষের। তবে আসন ভাগের রফাসূত্র কি হবে সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কোনো পক্ষই কিছু জানায়নি। যদিও মোটামুটি একটা বিষয় দুপক্ষই সহমত, যেখানে গতবারের যেই দলের বিধায়ক ছিলেন, এবারে সেখান সেই দল পদের জন্য প্রার্থী দেবে। যদিও দু-একটি ক্ষেত্রে লোকসভা ভোটের পরে পরিস্থিতি বদলে গিয়েছে। তাই সেই ক্ষেত্রগুলিতে আলাদা করে ভাবনা-চিন্তা করে আলোচনার ভিত্তিতে প্রার্থী দেওয়ার কথা আলোচনায় উঠে এসেছে বলে সূত্রের খবর।এদিন বৈঠকে তেমনভাবে আলোচনা না হলেও পরে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিক বৈঠকে মিম নিয়ে এক প্রস্থ বক্তব্য রাখেন। মিমকে ভোট কাটুয়া বলে আগেই অভিযোগ করেছিলেন অধীর চৌধুরী। অধীর এর বক্তব্য, বিজেপির হয়ে মুসলিম ভোট কাটতেই এবার এরাজ্যে ঢুকবে মিম। তার বক্তব্য, মোদি সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা হয়। অথচ মিমের ভূমিকা সকলেরই জানা। তাদের বিরুদ্ধে কেন কিছু হয়না সেই প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।বিহারের ভালো ফল করার পর এবার যে বাংলার বিধানসভা ভোটে তারা প্রার্থী দেবে, তা কয়েকদিন আগেই জানিয়েছিলেন মিমের নেতা আর্সাদুদ্দিন ওয়ারসি। ফলে এখন থেকেই এ রাজ্যে বিজেপি বিরোধিতার সঙ্গেই সমানতালে মিম এর বিরুদ্ধে সীমান্তবর্তী জেলাগুলোতে পাল্টা আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।