এক নজরে

কোভিড ভ্যাক্সিনে রক্ত সংকট

By admin

May 06, 2021

কোলকাতা ব্যূরো: কোভিডের দ্বিতীয় দফার তাণ্ডব শুরু হতেই স্বাবাভিক ভাবেই মানুষ জনের কোভিডের ভ্যাক্সিন নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।ফলে কোভিডের ভ্যাক্সিন নেওয়ার কারণে প্রতিনিয়ত রক্তদাতার সংখ্যা কমছে।অনিশ্চিত হয়ে পড়ছে রক্তদান শিবিরগুলি। ১৮ বছর বয়সীদের ভ্যাক্সিন দেওয়া শুরু হলে রক্তদাতার সংখ্যা আরো কমবে। ফলে রাজ্যের ব্লাড গুলিতে দেখা দিতে পারে রক্তের সংকট । কারণ কোভিড ভ্যাক্সিন নেওয়ার পর ২৮ দিন রক্তদান নিয়ম বিরুদ্ধ । এই কঠিন সময়ে রক্ত বিলি বন্টন ও সংকট নিরসনে এগিয়ে এসেছে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম।

দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের কবি ঘোষ জানান- আমরা রক্ত সংকট নিরসনের জন্য করোনার ভয়াবহতার মধ্যেও মে মাসে ৩০০ ইউনিট এবং জুন মাসে ৩০০ ইউনিট রক্ত সংগ্রহ লক্ষমাত্রা নিয়ে আমাদের নিবিড় কর্মকান্ড রচনা করেছ । যাতে পশ্চিম বর্ধমান জেলার ব্লাড সেন্টারগুলিতে কোন সংকট না হয়। কোভিড জয়ীদের নিয়ে পুনরায় প্লাজমা ডোনেশন ক্যাম্প করা হবে ।গতবছরের মত এবছরও ব্লাড ব্যাংকের ভেতরে প্রচুর পরিমানে ন্যানো ক্যাম্পের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ।একটি হেল্পলাইন নম্বর ৮৬০৯৮০৫৪০৭ চালু করা হয়েছে রক্তের সুলুক সন্ধান দেবার জন্য। আমাদের এই প্রচেষ্টার সাথে সামিল থাকছে বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুরা। তারা হলেন পরিবহন সংস্থা,মিশন উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন,অন্ডাল ব্লক ব্লাড ডোনার্স ফোরাম, উখড়া ব্লাড ডোনার্স ক্লাব, প্রয়াস – দুর্গাপুর ফরিদপুর ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন,দি মিশন পান্ডবেশ্বর ,পান্ডবেশ্বর ব্লক ব্লাড ডোনার্স ফোরাম এবং এক বিন্দু – কাঁকসা ব্লক ব্লাড ডোনার্স ফোরাম।