এক নজরে

হাইকোর্ট ভিড়ে লাগাম দিলেও ২৪ ঘন্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ

By admin

October 22, 2020

কলকাতা ব্যুরো: ভিড়ে রাশ পড়েছে বটে বঙ্গে, কিন্তু করোনা সংক্রমণে রাশ পড়েনি। মৃত্যুতেও লাগাম পরেনি। এই দুই দৈনিক পরিসংখ্যানে বৃহস্পতিবারও রেকর্ড তৈরি হল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪,১৫৭ জন।এইসময়ে মৃত্যু হয়েছে ৬৪ জনের। বুধবারের পরিসংখ্যানেও মৃতের সংখ্যা ছিল ৬৪। তবে সুস্থতার হার আগের দিনের মতো থাকলেও সংখ্যায় পাল্লা দিচ্ছে সংক্রমণকে। বেশকিছু জেলায় দৈনিক সংক্রমণ এবং দৈনিক করোনামুক্তি প্রায় সমান সমান।কলকাতায় গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ৮৭৪ জন, সংক্রমণ মুক্তও হয়েছেন ৮৭৪ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৮৬৪, সুস্থ ৮৭০, হাওড়ায় সংক্রামিত ২৭৮, করোনামুক্ত ৩৯৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় এই দুই পরিসংখ্যান ২৫৯ ও ২৬৯, পূর্ব মেদিনীপুরে ১৫২ ও ১৬৮, পশ্চিম মেদিনীপুরে ১৩২ ও ১২৬।কিছুটা ব্যতিক্রম হুগলিতে, আক্রান্ত ২২৫, সুস্থ ৮০, নদিয়ায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে ১৯৪ ও ১২১ ও মুর্শিদাবাদে ১১০ ও ৬০ জন। আসলে বিজ্ঞানীরা বলছেন, সংক্রমণ না কমলেও ভাইরাসের কার্যক্ষমতা আর আগের মতো তীব্র নয়। তাই সুস্থতা বেশি। এর ফলে দলে দলে লোক করোনা আক্রান্ত হলেও দলে দলে লোক সুস্থ হচ্ছেন। যদিও কিছু লোকের মধ্যে নিশ্চিন্তি ভাব ভবিষ্যতে বিপদ বাড়াতে পারে।করোনা আক্রান্ত অধিকাংশ এখন বাড়াবাড়ি না হলে হাসপাতালে ভর্তি হতে চাইছেন না। হোম আইসোলেশনের নামে থাকছেন বাড়িতে। ফলে পরিস্থিতি খারাপ হলেও সবসময় কেউ আগে তেমন ভাবে বুঝতে পারছেন না। ফলে হঠাৎ সমস্যা বেশি হলে কিছু করার থাকছে না।এই কারণে মৃত্যুর সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় যে ৬৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে, তাঁদের মধ্যে কলকাতার ১৬, উত্তর ২৪ পরগনার ১৮, হাওড়ার ৬, দক্ষিণ ২৪ পরগনার ৫, পূর্ব মেদিনীপুরের ৩, ২, পশ্চিম মেদিনীপুরের ২, নদিয়ায় ২,মুর্শিদাবাদে ২ এবং ১ জন করে মৃত্যু হয়েছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।করোনা টেস্ট সামান্য বেড়েছে। এদিন টেস্ট হয়েছে ৪৪,২৫২ জনের। ফলে রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪১,৬৬,৪৯৬ জনের টেস্ট হয়ে গেল। মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩,৩৭,২৮৩, মোট মৃত্যু ৬৩০৮, মোট করোনামুক্ত ২,৯৪,৯১১।গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩,৬০৮ জন। সুস্থতার হার ৮৭.৪৪। দূর্ভাগ্য হল, করোনা এখন আমাদের দেশে নির্বাচনী লড়াইয়ের হাতিয়ার। করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ নিয়ে বিবদমান দলগুলির চাপানউতোর আমরা দেখেছি। এবার নির্বাচনের প্রচারে এসে গেল করোনা টিকা। টিকা কিন্তু এখনও প্রয়োগের জন্য কোন দেশেই তৈরি নয়, পরীক্ষা চলছে মাত্র। অথচ বিহার বিধানসভা ভোটে বিজেপির নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হল, এনডিএ জিতলে বিহারের সব মানুষকে করোনা টিকা দেওয়া হবে বিনামূল্যে। হয়তো আগামী বছর পশ্চিমবঙ্গের ভোটেও এই নির্বাচনী আশ্বাস শুনতে পাব। টিকা শেষপর্যন্ত কবে তৈরি হবে, তার ঠিক না থাকলেও তা নিয়ে এই রাজনীতি সত্যিই মর্মান্তিক।