এক নজরে

দেশে সংক্রমনের সঙ্গে মৃত্যুও কমলো এক ধাক্কায়

By admin

October 26, 2020

কলকাতা ব্যুরো: বিজয়ার সকাল যেন করোনামুক্তির আরও ভালো বার্তা বয়ে আনল। দেশে গত কয়েকদিন ধরে রোজ সংক্রমণ কমছে। সোমবারের পরিসংখ্যানে দৈনিক সংক্রমণ নেমে গেল জুলাই মাসের পরিস্থিতিতে। আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নিচে।একদিনে আক্রান্ত হয়েছেন ৪৫,১৪৮ জন। দৈনিক মৃত্যু সংখ্যাও ফিরে গেল ১০৮ দিন আগের অবস্থানে। গত ১০ জুলাই মৃত্যু হয়েছিল ৪৭৫ জনের। এরপর লাগাতার সংক্রমণ বেড়েছে। অগস্ট জুড়ে সংখ্যাটা থেকেছে ৯০০ থেকে ১০০০-এর মধ্যে। সেপ্টেম্বরে যখন দৈনিক সংক্রমণ ৯০ হাজারের ওপর থাকছিল, তখন দৈনিক মৃত্যু ১১০০ পার হয়ে গিয়েছিল।এই সংখ্যাটাই গত ২৪ ঘণ্টায় নেমে এল ৪৮০-তে। সুস্থতার হার ৯০ শতাংশে রয়েছে দুদিন ধরে। অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা চারদিন ধরে ৭ লক্ষের নিচে। গত ২৪ ঘণ্টায় ওই সংখ্যা ৬,৫৩,৭১৭। দেশে সোমবার পর্যন্ত মোট সংক্রামিতের সংখ্যা ৭৯,০৯,৯৫৯। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের ৫৬ শতাংশ কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।এই ২৪ ঘণ্টায় মৃত্যুর ৫৫ শতাংশ এই ৫ রাজ্যের অধিবাসী। পজিটিভিটি রেট এখন ৪.৮। অথচ গত মাসেও ছিল ৮.২। গত ২৪ ঘণ্টায় ৯.৪ লক্ষ করোনা টেস্ট হয়েছে। এইসময়ে দেশে করোনামুক্ত হয়েছেন ৬২,০৭৭ জন। ফলে দেশের ৭০,৭৮,১২৩ জন সংক্রমণ কাটিয়ে উঠতে পারলেন। লকডাউন শুরু হওয়ার পর সোমবার পর্যন্ত ২১৪ দিন কেটে গেল। মোট সংক্রমণে ভারত এখন বিশ্বে দ্বিতীয়। প্রথম আমেরিকা, এই দেশটিতে মোট সংক্রমণ ৮৬.৩৫ লক্ষ।এই দেশটিতে মৃত্যু হয়েছে ২.২৫ লক্ষের। মোট সংক্রমণে তৃতীয় ও চতুর্থ যথাক্রমে ব্রাজিল ও রাশিয়া। তবে সংক্রমণের মোট সংখ্যা ভারতের চেয়ে অনেক কম।