এক নজরে

দেশের বাড়ি

By admin

December 07, 2022

দুই

দাদু যখন স্কুলে পড়তেন ভূগোলের ক্লাসে ভারতবর্ষের যে মানচিত্র দেখানো হতো তার মাঝে কোনও কাঁটাতার ছিল না। সেই মানচিত্রের স্বপ্ন আজও দেখি। বাস্তবে যা দেখিনি স্বপ্নেই প্রাণভরে দেখি।

এসব আলোচনার শেষে দাদুর ছলছল চোখে সংযোজন… নিজের বাড়ি ছাড়া মায়ের অঞ্জলি আর কোথাও দেব না। বড় হয়ে দেখলাম দাদুর দেশ কখন যেন আমার দেশ হয়ে গেছে। দুঃখগুলোও আমার দুঃখ। ইতিমধ্যে বাবা একাত্তর সালে ঘুরে এসেছেন,সে গল্প আর ফুরোয় না। আমার ইচ্ছেরা পোক্ত হয়,মনের ভিতর তাদের শিকড় চারিয়ে দেয়।

কি করব,কার সঙ্গে যোগাযোগ করব কিছুই জানা ছিল না। শুধু জানতাম একদিন যাবই যাব দেশের বাড়ি। ততদিনে দুনিয়ায় ইন্টারনেট এসে গেছে। ফেসবুক হোয়াটসঅ্যাপে মানুষ নতুন জগতের সন্ধান পেল। কত দেশের কত লোক। আমার মনে সেই ইচ্ছেরা ডানা মেলে। বাগেরহাটের লোক খুঁজে বেড়াই। বদল ঘটেছে ওদেশেও। এতদিন জানতাম আমি খুলনা জেলার মেয়ে,এখন আমি বাগেরহাটের মেয়ে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা হয়েছে তিনটি আলাদা জেলা।

(চলবে)