কলকাতা ব্যুরো: না। তেমন বাড়েনি সংক্রমণ। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের মতোই। মৃত্যুসংখ্যাও প্রায় একই রকম বুধবার।
গত ২৪ ঘণ্টায় ৩,১৬৯ জন করোনা পজিটিভের হদিস মিলেছে। মৃত্যু হয়েছে ৫৩ জনের। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,২৫,৯২৩। আর সুস্থ হয়েছেন মোট ৯৫,৬৬৩ জন।
এই পরিসংখ্যানে স্পষ্ট, সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২,৯৭৩ জন। সুস্থতার হার আজ ৭৫.৯৭। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় তেমন না কমলেও সংক্রমণ স্থিতিশীল। তবে দৈনিক মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন কলকাতায় ৬৬৬ জন, উত্তর ২৪ পরগনায় ৬৫৭ জন।
কলকাতায় মারা গিয়েছেন ১১ জন, উত্তর ২৪ পরগনায় ১৬ জন। হাওড়ায় ৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে আজ ৩৪,৩৫৮ জনের করোনা টেস্ট হয়েছে। ফলে রাজ্যে করোনা টেস্ট ১৪ লক্ষ ছাড়ালো। এখনও পর্যন্ত রাজ্যে ১৪,১৬,৫৫৬ জনের করোনা টেস্ট হয়েছে।